শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জি বাংলার এই জনপ্রিয় নায়িকা, খেলেন আইবুড়ো ভাত! রইল ছবি

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ সুদীপ্তা ব্যানার্জি! তাইতো সম্প্রতি আইবুড়ো ভাত খেয়েছেন তিনি। যে ছবি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায় আর ধন্যবাদ জানিয়েছেন আইবুড়ো ভাতের আয়োজনকারীদের। টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেত্রীকে সকলেই চিনে থাকবেন।
মূলত ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তাকে দেখা যাচ্ছে ‘সোহাগ জল’ ধারাবাহিকে। খুব শীঘ্রই তিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর পুত্র সৌম্য বক্সীকে। তাদের সম্পর্কটা বেশ পুরনো আর এবার সেই সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন বিবাহবন্ধনে। ইতিমধ্যেই শুরু হয়েছে বিবাহের তোড়জোড়।
অন্যদিকে শ্যুটিং সেটের তরফ থেকেই তার আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল। মূলত বিভিন্ন কলাকুশলীরা বাড়ি থেকে বিভিন্ন পদে রান্না করে এনেছিলেন। যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘সবাই যে বাড়ি থেকে আমার জন্য রান্না করে নিয়ে আসবে ভাবতেই পারিনি। খুব সুন্দর করে সাজিয়েছিল। সব খাবারই অল্প অল্প করে খেয়েছি আমি।’
সমস্ত রান্নার পদ সাজিয়ে তার সামনে বসে হাসিমুখে ছবি তুলেছেন অভিনেত্রী। যে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখার পর তার আগামী জীবনের জন্য শুভেচ্ছাবার্তায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। অন্যদিকে জানা গিয়েছে বিয়ের দিন একেবারে বাঙালী সাজেই সাজবেন তিনি। এছাড়া বিয়ের মেন্যুতেও রয়েছে সব বাঙালী পদ।