ক্যামেরার সামনে ধরা পড়লো রাজ-শুভশ্রীর গোপন মুহূর্ত!

Advertisement

টলি পাড়ার জনপ্রিয় জুটি হলেন রাজ চক্রবর্তী (Raj Chakroborty) ও শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। তবে রাজ পরিচালক ও শুভশ্রী একজন অভিনেত্রী। টলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে তারা পরিচিত। শুভশ্রী কিছুদিন আগেই সরাসরি বলেছেন রাজ তার জীবনের সবকিছু। রাজের সঙ্গে বিয়ে হওয়ার পর তার জীবন বদলে গিয়েছে বলেও জানিয়েছেন অভিনেত্রী।

Advertisements

তিনি জানান, কাজের জন্য আর অন্যদের কাছে জিগ্যেস করতে হয় না। অডিশনের জন্য তাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। রাজের হাত ধরে শুভশ্রী যে আরও সহজ সরল জীবন পেয়েছেন তা বলাই বাহুল্য। অভিনেত্রীর পাশাপাশি এবার রাজের হাত ধরে প্রযোজকের দুনিয়ায় পা দিতে চলেছেন শুভশ্রী। রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর প্রযোজনা করবেন শুভশ্রী গাঙ্গুলি।

Advertisements

সম্প্রতি শুভশ্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি কোলাজ ভিডিও পোস্ট করলেন। কোলাজ ভিডিওতে দেখা গিয়েছে, কখনও রাজ তাকে জড়িয়ে রয়েছেন। তাদের দু’জনের চোখে রয়েছে সানগ্লাস। কোনো পাহাড়ি অঞ্চলে গিয়ে তোলা ছবি। আবার দেখা গিয়েছে শুভশ্রী রাজের কোলে রয়েছেন। টুইনিং পোশাকে ফটোশ্যুট করতে দেখা গিয়েছে। কোলাজের ভিডিওটি পোস্ট করে শুভশ্রী লিখেছেন, রাজ তার সবকিছু।

সকল অনুরাগীরা এই ভিডিওটি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। প্রচুর মানুষ লাইক ও কমেন্ট করেছেন। ২০১৬ সালে একটি ছবির সেটে আলাপ রাজ ও শুভশ্রীর। ২০১৮ সালের ৬ই মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। অবশেষে ২০২০ সালে ঘর আলো করে যুভানের জন্ম হয়। এখন তাদের সুখের সংসার।

Related Articles