টুকটুকে লাল পোশাকে এমন পোজ দিলেন ‘হট মাম্মা’ শুভশ্রী, ফিদা ভক্তরা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলি (Shubhasree Ganguly)। একের পর এক ছবিতে তার অভিনয় প্রশংসার দাবি রাখে। তবে এবার তিনি ওয়েব সিরিজের পথেও হাঁটলেন। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর মধ্যে দিয়ে ওয়েব সিরিজ দুনিয়ায় প্রবেশ করেছেন অভিনেত্রী। প্রবেশ করেই বাজিমাত করেছেন তিনি। কারণ প্রথম অভিনীত ওয়েব সিরিজে তার অভিনয় দুর্দান্ত লেগেছে সকলের।
‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজের মধ্যে দিয়ে অভিনয়ে যেনো আরও একগ্রাফ উপরে উঠলেন তিনি। তার অভিনয়ে এই ওয়েব সিরিজে প্রশংসার দাবি রাখে। একজন বৃদ্ধার চরিত্রে তার অভিনয় নজরকাড়া। ভাঙা ভাঙা গলার স্বর, ধীরে ধীরে হাঁটা, গায়ের, মুখের চামড়া কুঁচকে যাওয়া সবমিলিয়ে একেবারে সঠিক মেকাপে তিনি সত্যিই হয়ে উঠেছিলেন বৃদ্ধা ইন্দুবালা।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যে নানান ফটেশ্যুটের ছবি পোস্ট করে হইচই ফেলে দেন। আর সেই ছবিতে তার সাজ ও পোশাক দেখে সকলেই আরও একবার তার প্রতি মুগ্ধ হন। তেমনই প্রতিবারের মতন এবারও তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করলেন। আর সেই ভিডিওতে তিনি হয়ে উঠলেন অনন্যা।
View this post on Instagram
তাকে দেখা গিয়েছে লাল রঙের পোশাকে বুকে হাত দিয়ে ছবি তুলতে। গায়ের পোশাক যেমন আকর্ষণীয় তেমনি তার সাজ। হাতের আঙুলে রয়েছে আংটি। খোলা চুল ও মানানসই মেকাপে তাকে সুন্দর লাগছে। ইতিমধ্যে সেই পোস্টে পড়ে গিয়েছে ১৪,০০০ লাইক ও প্রচুর কমেন্ট। সকলেই তার ছবিতে প্রশংসা করেছেন।