Subhashree: ‘এইবার ইউভানকে নিয়ে ঠাকুর দেখতে বেড়াবো’, পুজোর বিশেষ প্ল্যান শেয়ার করলেন শুভশ্রী
অপেক্ষার অবসান..বছর ঘুরে উমা এসেছেন বাপের বাড়ি। ইতিমধ্যে নিশ্চয় এই চারদিনের প্ল্যান সেরে ফেলেছেন? নর্থ থেকে সাউথ কোথায় কোন প্যান্ডেল হপিং, কি খাওয়া হবে কি ড্রেসআপ হবে সেই নিয়ে প্ল্যান সারা। কিন্তু জানেন কি টলিউডের মোস্ট জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীর প্ল্যান কি?
গত দুই বছরে করোনা মহামারীতে স্বাভাবিক পুজোর ছন্দে বাঁধা পড়েছিল, তবে বর্তমানে সব স্বাভাবিক তাই এবছর ডবল উল্লাসে মাততে চলেছেন আমজনতা থেকে তারকা, বাদ নেই শুভশ্রী গাঙ্গুলিও। পরিবার না বন্ধুবান্ধব কার সঙ্গে পুজো কাটাবেন অভিনেত্রী?
এ বছরে মুক্তি পেয়েছে শুভশ্রীর বউদি ক্যান্টিন। তা কতটা মন জয় করতে পারবে দর্শকদের তা নিয়ে চাপা উত্তেজনা তো রয়েছে তাছাড়াও রয়েছে প্রচারের ব্যস্ততা। কিন্তু শুক্রবারের পর থেকে পুরোটাই ফ্যামিলি টাইম। পুরো পুজোটা পরিবারের সঙ্গেই মজায় কাটাতে চান তিনি। বিশেষ করে ইউভানকে নিয়ে বিশেষ প্ল্যান তো রয়েইছে। আর বাঙালির পুজো তো অসম্পূর্ণ থেকে যায় ভুরিভোজ ছাড়া। তাই পূজোর চারদিন ডায়েট ভুলে যাচ্ছেন, বরং জমিয়ে খাওয়া দাওয়া করবেন তিনি। সঙ্গে দেদার আড্ডা আর গান বাজনা।
এবছর করোনার রেশ যেহেতু কম তাই ছেলেকে নিয়ে প্যান্ডেল হপিংও করবেন শুভশ্রী। ছেলে যে আগেরবারের মতো এবারেও ঢাক বাজাবে তা নিশ্চিত। আপাতত পুজোতে ছোট্ট সেলেব্রিটি ইউভান আর শুভশ্রীর ফ্যাশন দেখির জন্য মুখিয়ে অনুরাগীরা। আপনার পুজো প্ল্যান সারা তো? জানান কমেন্টে।