গোলাপি শাড়ি স্লিভলেস ব্লাউজে মোহময়ী শুভশ্রী, ‘ইন্দুবালা’র মিষ্টি হাসিতে মাতাল হলেন ভক্তরা

‘শাড়িতেই নারী!’ এই মতবাদ থেকে এটাই স্পষ্ট হয় যে, অন্য যে কোনো পোশাক পরা হোক না কেন নারীদের শাড়িতেই সবথেকে বেশি সুন্দরী লাগে। সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনেত্রী প্রত্যেককেই শাড়িতে অসাধারণ লাগে দেখতে। সেরকমই এবার একটি শাড়ি পরিহিত অবস্থায় দেখা গেলো টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে।
এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। বেশ কিছু বছর আগে বর্ধমান থেকে টলিউডে পাড়ি দিয়েছিলেন তিনি। সেই সাধারণ মেয়ে আজ টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ইতিমধ্যেই তিনি কাজ করেছেন একাধিক সুপারহিট সিনেমায়। এখনো পর্যন্ত চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ ভালোরকম সক্রিয় থাকেন শুভশ্রী।
যেখানে নিত্যদিন নিজের নানান সাজের ছবি থেকে শুরু করে ভিডিও ভাগ করে নেন। ভারতীয় হোক বা ওয়েস্টার্ন সব পোশাকেই সাবলীল এই অভিনেত্রী। তবে সম্প্রতি যে ছবিটি পোস্ট করেছেন তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। কারণ, সেখানে তাকে দেখা গিয়েছে একটি গোলাপী শাড়ি পরিহিত অবস্থায়। খোলাচুল, মানানসই মেকআপ, গয়না তাকে ভীষণই লাস্যময়ী করে তুলেছিল।
তাইতো পোস্ট করামাত্র সেই ছবি ভাইরাল নিমেষে। কেউ কেউ এমনও মন্তব্য করেছেন যে তারা নাকি শুভশ্রীর থেকে চোখ সরাতেই পারছেন না। সত্যিই তাই, তিনি যতই ওয়েস্টার্ন পোশাকে ধরা দেন না কেন তাকে শাড়িতেই সবথেকে বেশি সুন্দরী লাগে। অন্যদিকে কাজের পাশাপাশি তিনি সংসারও করছেন চুটিয়ে। ছেলে ইউভান এবং স্বামী রাজকে নিয়ে জমিয়ে সংসার করছেন এই অভিনেত্রী।