×

Subhashree: ‘পুরো বকের মত ঠ্যাং লাগছে’, হট প্যান্ট পরে ছবি শেয়ার করতেই কটাক্ষের শিকার অভিনেত্রী শুভশ্রী

মাম্মা টলিউডের মোস্ট জনপ্রিয় অভিনেত্রী অপরদিকে পাপাও পরিচালক তথা বিধায়ক তাই স্বাভাবিকভাবেই ব্যস্ততা তাদের তুঙ্গে তবে। তবে তা বলে ছোট্টটিকে সময় দেবে না এমন কি হয়! টলিউডের রাজ-শুভশ্রীর অন্যতম ব্যস্ত জুটি বললে খুব ভুল বলা হবে না। তবে ব্যস্ততার মাঝেই একটু বিরতি পেতেই ছেলেকে নিয়ে সময় কাটাতে বেরিয়ে পড়লেন অভিনেত্রী।

কিছুদিন আগেই ছিল রথযাত্রা আর সেই উপলক্ষেই সপরিবারে আমেরিকার সফরে বেরিয়েছিলেন শুভশ্রী। সেখান থেকে নিজেদের একাধিক ছবিও ভাগ করে নিয়েছেন তিনি তবে সেই সব ছবি সামনে আসতেই শুভশ্রীকে ঘিরে শুরু হলো কটাক্ষ।

এর পূর্বে মা হওয়ার সুবাদে যখন শুভশ্রীর শরীরে বিস্তর বেবি ফ্যাট জমেছিল তখন সোশ্যাল মিডিয়ায় একাধিকবার কটুক্তি স্বীকার হয়েছেন রাজ ঘরনি। বর্তমানে যদিও নিজেকে ফের ফিট তন্বী অরে তুলেছেন নায়িকা। তবে তাতেও শান্তি নেই কারন এবার বিদেশের মাটিতে হটপ্যান্ট পরে ঘুরে বেরানোয় ভ্রু কুচকেচেন নীতিপুলিশরা।

instagram এ বিদেশে বিভিন্ন মুহূর্ত কাটানোর ছবি পোস্ট করেছেন শুভশ্রী সেখানেই কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে বিদেশের রাস্তায় বন্ধু-বান্ধবদের সাথে সেজেগুজে ছবি তুলেছেন তিনি আর সেখানেই তাকে দেখা মিলেছে নীল ডেনিম হট প্যান্টে। চোখে সানগ্লাস ক্রপ টপে স্টাইলিস লাগলেও অনেকের চোখে তা দৃষ্টিকটূ হয়ে উঠেছে।

একজন নেটিজেন যেমন সরাসরি বলে বসেন- “অত লম্বা ঠ‍্যাং নিয়ে ওইটুকু প‍্যান্ট!” কেউ কেউ আবার জ্ঞানের ঝুলিও খুলে বসেছেন। কেউ কমেন্টে লিখেছেন- ভদ্র পোশাক পরা উচিত আবার কেউ লিখেছেন এত লম্বা ঠ‍্যা‍ং নিয়ে হাটুর কাছাকাছি প‍্যান্ট পরলে ভালো লাগতো। যদিও এসব মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী। নিজের সময় নিজের মতোন করে চুটয়ে উপভোগ করছেন তারা।