বিনোদন

অভিনয় ছেড়ে শেষমেষ বাসনওয়ালি! শুভশ্রীর হাল দেখে হাসির রোল নেটদুনিয়ায়

সম্প্রতি এবার ‘বাসনওয়ালি’র তকমা পেলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! এমনকি তাকে বাসনপত্রের দামও জিজ্ঞেস করা হলো সোশ্যাল মিডিয়ায়। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন হঠাৎ করে বাসনের প্রসঙ্গ উঠলো কী করে? আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই বলা যাক। সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় থাকেন এই অভিনেত্রী।

জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিকে সকলের সাথে ভাগ করে নিতে পছন্দ করেন তিনি। তাইতো স্বামী রাজের সাথে কাটানো মুহূর্ত হোক বা ছেলে ইউভানের সাথে কাটানো মুহূর্ত সবই তিনি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। এখানেই শেষ নয় বিভিন্ন ফটোশ্যুটের দৃশ্যও তুলে ধরেন দর্শকদের সামনে। সম্প্রতি সেরকমই একটি ফটোশ্যুটের ছবি তিনি ভাগ করে নিয়েছেন।

তবে চিরাচরিত ফটোশ্যুট থেকে সরে গিয়ে অন্য রকমের ফটোশ্যুট করতে চেয়েছিলেন তিনি। তাইতো পৌঁছে গিয়েছিলেন একটি বাসনের দোকানে। হরেকরকম বাসনের সামনে পোজ দিয়েছেন এই অভিনেত্রী। শাড়ি পরিহিত অবস্থায় ফটোশ্যুট করতে দেখা গিয়েছে তাকে। তবে এই অন্যধরনের ভাবনা মোটেই সফল হয়নি বরং উল্টে ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি।

ছবি দেখার পর কেউ কেউ তাকে জিজ্ঞেস করেন বাসন ডেলিভারির সিস্টেম আছে কিনা। আবার কারোর আবদার ‘ভালো গামলা দেখান’। শুধু তাই নয় কেউ কেউ আবার দাবী করেছেন, তিনি দক্ষিণের অভিনেত্রী কাজল আগরওয়ালকে নকল করেছেন তবে ছবির এডিটিং মোটেই ভালো হয়নি। সবমিলিয়ে ট্রোলিংয়ের শিখরে পৌঁছে গিয়েছেন এই অভিনেত্রী।