ইসস… মেকআপের কি ছিরি! ‘হেলদি বৌদি’র খেতাব পেলেন শুভশ্রী (VIDEO)
অভিনয় জগতের মানুষদের সবসময় তৈরি থাকতে হয় নেট দুনিয়ার মানুষের নানান কটাক্ষের জন্য। নেট দুনিয়ার একাংশ যেমন কটাক্ষ করেন তেমনই একাংশ প্রশংসা করেন। তাই ভালোমন্দ মিশিয়ে মনকে প্রস্তুত রাখতে হয় সবরকম সমালোচনা গ্রহণ করার। টলিউডের অভিনেতা অভিনেত্রীদেরও ঠিক তেমন অবস্থা। তাদের ছবিতে নানান ধরনের প্রতিক্রিয়া দেন নেট দুনিয়ার মানুষ।
সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। চলচ্চিত্র জগতের তারকাদের হাজির থাকতে দেখা যায় সেখানে। তেমনই উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Shubhasree Ganguly)। তার পরনে ছিল কালো থাই হাই স্লিট অফ শোল্ডার গাউন, পায়ে হিল জুতো এবং মানানসই বোল্ড মেকাপে তিনি হাজির হয়েছিলেন অনুষ্ঠানে।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও সময় নেয়নি। এরপরই নেট দুনিয়ার মানুষের কটাক্ষ ধেয়ে আসে। যতটা তিনি প্রশংসা পান তার থেকে নিন্দা শুনতে হয় তাকে বেশি। ‘বৌদি ক্যান্টিন’ ছবিতে সেরা অভিনেত্রীর পুরষ্কার পান তিনি। এদিনের শুভশ্রীর সাজ নিয়ে নেট দুনিয়ায় চলে চুল চেড়া বিশ্লেষণ।
কারোর মতে, একগাদা সার্জারী করে মুখটা নষ্ট করে ফেলেছেন তিনি। কেউ কেউ বৌদি বলতেও ছাড়েননি। আবার একজন বলছেন, দেখে মনে হচ্ছে স্নান সেরে মাঝপথে বেরিয়ে এসেছেন তিনি। তবে ট্রোলারদের অভিনেত্রী কোনোদিনই বিশেষ পাত্তা দেননি। এবারও তিনি কাউকেই জবাব দেননি। বরং নিজের কাজেই বেশি ব্যস্ত অভিনেত্রী।