স্বামীর বুকে মাথা রেখে সোহাগে-আদরে শুভশ্রী, প্রেমদিবসে ফাঁস ঘনিষ্ঠ ভিডিও রাজশ্রীর!
প্রেম দিবস উপলক্ষ্যে আদরমাখা একটি ভিডিও শেয়ার করলেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। টলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রীকে চেনেন না এমন মানুষ নেই বললেই চলে। বিগত বহু বছর ধরে তিনি দর্শকদের উপহার দিয়ে চলেছেন একের পর এক সুপারহিট সিনেমা। এখনো পর্যন্ত নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। তবে কেরিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনেও বেশ খুশি অভিনেত্রী।
কয়েক বছর আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তীর সাথে। এরপর সুখেই সংসার করছেন তারা। এমনকি সংসারের এতো বছর পেরিয়ে গেলেও তাদের মধ্যে যে প্রেম বিন্দুমাত্র কমেনি তা বোঝা যায় তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই। যেখানে নিত্যদিন নিজেদের কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও ভাগ করে নেন তিনি।
আর এবার ১৪ই ফেব্রুয়ারী প্রেম দিবস উপলক্ষ্যে একটি আদরমাখা ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। যেখানে তাদের কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি দেখা গিয়েছে। আসলে ভিডিওটি একটি কোলাজ ভিডিও। যেখানে তাদের কাটানো নানান মুহূর্তগুলোকে একসাথে করা হয়েছে। নেপথ্যে বেজে চলেছে অরিজিৎ সিংয়ের একটি ভালোবাসার গান।
ভিডিওটিতে কখনো দেখা যাচ্ছে স্বামীর কাঁধে মাথা রেখে রয়েছেন তিনি, আবার কখনো বরের কোলে আধশোয়া হয়ে রয়েছেন। কোনো ছবিতে তিনি রাজের কপালে চুমু খাচ্ছেন, আবার রাজ চুমু খাচ্ছেন তার কপালে। এভাবেই ভালোবাসার মুহূর্তগুলোকে একত্রে আনা হয়েছে এই ভিডিওতে। যা দেখার পর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। সকলের মুখে একটাই কথা তাদের প্রেম অটুট থাকুক।