মাত্র দু-বছর বয়সেই ‘গ্র্যাজুয়েশন’ কমপ্লিট করলো রাজপুত্র ইউভান! খুশির খবর দিলেন মাম্মা শুভশ্রী

Advertisement

ছেলে এবার বড়ো স্কুলের পথে পা বাড়ালো। তাইতো সেই সাফল্যকে সকলের সাথে ভাগ করে নিয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যা দেখার পর শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। টলিউড ইন্ডাস্ট্রির এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন রাখে না।

Advertisements

একদিকে যেমন তিনি নিজের কেরিয়ারে সফল, অন্যদিকে সফল ব্যক্তিগত জীবনেও। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি রাজ চক্রবর্তীর স্ত্রী এবং ইউভানের মা। আর এই দায়িত্বগুলো যে তিনি বেশ ভালোভাবেই পালন করে চলেছেন যার ঝলক দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। স্বামীর সাথে সময় কাটানো হোক বা ছেলের সাথে সবদিক ভালোমতোই ব্যালেন্স করেছেন তিনি।

Advertisements

শুধু তাই নয় ছেলের স্কুলেও সাধারণ অভিভাবকদের মতোই পৌঁছে যাচ্ছেন। যেখানে নেই কোনো তারকাসুলভ বৈশিষ্ট্য। সম্প্রতি সেরকমই ছেলের স্কুলে পৌঁছে গিয়েছিলেন তারা। আসলে ইউভানের এবার বড়ো স্কুলে পা রাখার পালা। স্কুলের সমাবর্তন অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন এই জুটি। এই দিনের একাধিক ছবি পোস্ট করেছেন তিনি।

যেখানে দেখা যাচ্ছে ইউভানের পরনে রয়েছে কালো কোট, মাথায় গ্র‍্যাজুয়েশনের টুপি। অন্যদিকে শুভশ্রীর পরনে রয়েছে সাদা টি-শার্ট এবং কালো ট্রাউজার। কখনো দেখা যাচ্ছে ছেলেকে চুম্বন করছেন তিনি আবার কখনো পাশে বসে হাসিমুখে পোজ দিচ্ছেন। আবার কখনো দেখা যাচ্ছে অন্যান্য অভিভাবকদের সাথে বসে রয়েছেন। সবমিলিয়ে একেবারে আদর্শ মায়ের পরিচয় দিয়েছেন তিনি।

Related Articles