কালো পোশাকে পারদ চড়ালেন শুভশ্রী, ‘হট বৌদি’ বলছে নেটিজেনরা
শহরজুড়ে এখন গরম আবহাওয়া, না না ওয়েদার রিপোর্ট তা বলছে না এই আবহাওয়া এনেছেন খোদ শুভশ্রী। শীত শেষ হতে না হতেই নিজের উষ্ণতা ছড়িয়ে নেটপাড়ায় শোরগোল ফেললেন অভিনেত্রী। মা হওয়ার পর থেকেই বেবি ফ্যাট নিয়ে বিস্তর সমালোচনার শিকার হয়েছিলেন শুভশ্রী কিন্তু তারপরে তিনি যেভাবে কামব্যাক করেছেন তাতে সমালোচলকরাও তার প্রশংসা করতে বাধ্য।
নিউ মামা এখন আগের থেকে আরও বেশি সুন্দরী, হট, গ্ল্যামারস। নিজের ছকভাঙ্গা অভিনয় নিয়ে বর্তমানে তো প্রায়শই চর্চাতে থাকেন তিনি। তবে তার পাশাপাশি দিদি এখন ব্যস্ত জি বাংলা ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স নিয়ে। আপাতত সেখানের বিচারক আসনে দেখা মিলছে তার। তবে কাজ সংসার সামলেও নিত্য নতুন ফটোশুট ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলছেন না শুভশ্রী।
সম্প্রতি তিনি আরো কয়েকটি ছবি শেয়ার করেছেন যেখানে তাকে দেখা যাচ্ছে কালো রংয়ের বডিকন ড্রেসে। আর সেই ডিপনেক ড্রেস থেকে উন্মুক্ত তার ক্লিভেজ। মুখে মোহময়ী অভিব্যক্তি আর সাথে ড্রেসের ওপর চাপানো ব্লেজারে তিনি যেন লেডি বস। ছবিগুলি শেয়ার করে নিয়ে অভিনেত্রী ক্যাপশনে লিখেছে স্টাইলের সাথে ফটোশুট করার কথা সাথে জুড়ে দিয়েছেন গোলাপি রঙের হার্ট ইমোজি।
স্বাভাবিকভাবেই সেই ছবি সামনে আসতে না আসতেই ভাইরাল হয়ে গেছে মুহূর্তে।অভিনেত্রী চোখের ইশারায় মন মাতিয়েছেন তার ভক্তদের। তবে অনুরাগীদের প্রশংসার পাশাপাশি লক্ষ্য করা গেছে সমালোচনা। কিছু জন তাকে অশ্লীল কটাক্ষ করে “হট বৌদি” লিখেছেন। তবে তাতে ডোন্ট কেয়ার অভিনেত্রী তিনি ব্যস্ত তার নিজের জগতে।