ব্লাউজ ছাড়াই শাড়ি পরে এমন পোজে ফ্রেমবন্দী হলেন অভিনেত্রী শুভশ্রী! দেখে হাঁ ভক্তরা

সম্প্রতি আরো একবার লাস্যময়ী অবতারে ধরা দিয়ে সকলকে মুগ্ধ করলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! এই অভিনেত্রী মানেই নানা সাজের সমাহার। ভারতীয় হোক বা ওয়েস্টার্ন সব পোশাকেই সাবলীল এই অভিনেত্রী। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার ঝলক আমরা দেখতে পাই।
বিভিন্ন রিল ভিডিও থেকে শুরু করে ছবি তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সম্প্রতি সেরকমই কয়েকটা ছবি পোস্ট করেছেন তিনি। তবে সেখানে রয়েছে কিছু বিশেষত্ব। পরনে নেই কোনো ব্লাউজ, হালকা রঙের তাঁতের শাড়িতে দেখা মিলেছে তার। একইসাথে নেই কোনো মেকআপ, একেবারে সাধারণ সাজে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।
কখনো দাঁড়িয়ে আবার কখনো বসে পোজ দিয়েছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, ‘অনেক দূরের আলেয়া বাড়িও জোৎস্নাময়। আদর সেখানে পুরনো হয় না কোনো সময়।’যা দেখামাত্র রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকেরা। তাইতো সেখানে প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন।
আসলে তিনি যেই সাজেই সাজুন না কেন তাকে ভীষণ সুন্দরী লাগে দেখতে। উল্লেখযোগ্য, কিছুদিন আগেই ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নামক সিরিজে তাকে বৃদ্ধার চরিত্রে দেখা গিয়েছে। আর খুব শীঘ্রই তাকে এবার দেখা যাবে ‘ডক্টর বক্সী’ নামক সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়।