কালো শাড়িতে নজরকাড়া লুক, ভক্তদের প্রশংসা কুড়ালেন ‘ইন্দুবালা’ শুভশ্রী

‘শাড়িতেই নারী!’ এই কথাটি বারবার প্রমাণ করে দেন শুভশ্রী গাঙ্গুলী। কারণ, শাড়ির প্রতি তার ভালোবাসা কতখানি তা বোঝা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই। কারণ, যে কোনো অনুষ্ঠানেই হোক না কেন শাড়ি পরতে বেশি পছন্দ করেন তিনি। সম্প্রতি সেরকমই কয়েকটি ছবি তিনি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
যেখানে লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন তিনি। টলিউড ইন্ডাস্ট্রির এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না। দীর্ঘ বহু বছর ধরে টলিউডের সাথে যুক্ত রয়েছেন তিনি। তাবড়-তাবড় অভিনেতাদের সাথে জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন এই অভিনেত্রী।
যেখানে মাঝেমধ্যেই নিজের নানান অবতারের ছবি ভাগ করে নেন। কখনো ওয়েস্টার্ন আবার কখনো ভারতীয় পোশাকে নিজেকে মেলে ধরেন তিনি। তবে সবথেকে বেশি সুন্দর লাগে তাকে দেখতে ভারতীয় পোশাকে। সেরকমই এবার একটি কালো রঙের শাড়িতে ফটোশ্যুট করতে দেখা গিয়েছে তাকে। সাথে মানানসই মেকআপ, গয়না, হেয়ারস্টাইল ভীষণই সুন্দরী করে তুলেছিল শুভশ্রীকে।
তাইতো সেইসব ছবি পোস্ট করা মাত্র তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। অনেকের মতে তার থেকে চোখ সরানো দেয়। একাধিক পোজে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অন্যদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’এর বাকি এপিসোডগুলি। যেখানে তার অভিনয় ভীষণই প্রশংসিত হয়েছে দর্শকমহলে।