কালো গাউনের ফাঁকে উন্মুক্ত থাই, কিলার চাহনিতে ভক্তদের ঘুম কাড়লেন ‘ইন্দুবালা’ শুভশ্রী

Advertisement

কালো রঙা গাউনের ফাঁকে এ কি দেখালেন অভিনেত্রী শুভশ্রী? টলি (Tolly) পাড়ার হটবম্ব বলা যায় এই অভিনেত্রীকে। মাতৃত্বের স্বাদ পেলেও তাঁর সৌন্দর্যে মাঝেমধ্যেই ঘায়েল হয় পুরুষ ভক্তরা। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র পত্নী তথা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)-র কথাই বলা হচ্ছে।

Advertisements

অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে অভিনয় জগতে নিজের কেরিয়ার স্থাপন করেছেন। তবে বর্তমানে অভিনয় জগতের পাশাপাশি সংসার জীবনও সমান তালে সামলাচ্ছেন শুভশ্রী (Subhashree)। তবে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় কালো পোশাকে বেশ কিছু পোজের ছবি পোস্ট করেছেন শুভশ্রী। যা দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের। সাম্প্রতিক সময়ে তীব্র গরম থেকে মানুষ একটু স্বস্তি পেলেও অন্যদিকে শুভশ্রীর বোল্ড ছবি উষ্ণতার পারদ চড়িয়েছে নেটদুনিয়ায়।

Advertisements

ফলে আবারো তীব্র গরম উপভোগ করছেন পুরুষ ভক্তরা। মাঝেমধ্যেই প্রাচ্য-পাশ্চাত্য নানান অবতারে সোশ্যাল মিডিয়ায় নিজেকে মেলে ধরেন শুভশ্রী। তবে সব ছবিতেই তাঁকে বেশ মানানসই লাগে। সম্প্রতি ইনস্টাগ্রামে কালো রঙা গাউনে নিজেকে মেলে ধরেছেন শুভশ্রী (Subhashree)। যে পোশাকে স্পষ্ট হয়েছে অভিনেত্রীর ফর্সা পা। এই পোশাকের সাথে অভিনেত্রী পায়ে পড়েছেন কালো রঙের হিল জুতো।

সাথে মুখে রয়েছে ন্যুড মেকআপ। বলা যায় মানানসই সাজে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছেন শুভশ্রী। এই ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, চকমক করতে থাকো এবং উজ্জ্বল হয়ে ওঠো। তবে প্রত্যেকটি ছবিতেই বোল্ড অবতারে ধরা দিয়েছেন শুভশ্রী। যা দেখে বুকে আগুন ধরেছে নেটজনতার। অন্যদিকে তাঁর প্রশংসায় কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে নেটজনতা। পাশাপাশি উজাড় করে দিয়েছে অভিনেত্রীর প্রতি ভালোবাসা।

Related Articles