বিনোদনভাইরাল ভিডিও

নিজের পেটের ছেলে ইউভানকে সবথেকে বেশি হিংসে করেন শুভশ্রী! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

নিজের ছেলের প্রতি হিংসা হয় জনপ্রিয় টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর! সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। সংসার, কাজ সামলে কীভাবে আনন্দে বাঁচতে হয় তার উদাহরণ এই অভিনেত্রী। কেরিয়ারে তিনি যেমন সফল তেমনি ব্যক্তিগত জীবনেও আনন্দে বাঁচেন শুভশ্রী। স্বামী, সন্তান সবমিলিয়ে তার ভরা সংসার।

এসবের মাঝে ধীরে ধীরে কাজেও ফিরে এসেছেন তিনি। তবে এতো আনন্দে থাকলেও নিজের ছেলে ইউভানকে হিংসা করেন শুভশ্রী। এমনটাই সম্প্রতি জানিয়েছেন একটি সাক্ষাৎকারে। আসলে ওই সাক্ষাৎকারে নিজের মনের অনেক কথাই তুলে ধরেছিলেন তিনি। যেখানে তিনি জানান অভিনেত্রী না হলে তিনি ব্যবসায়ী হতেন।

একইসাথে তিনি তার স্বপ্নের চরিত্র নিয়ে বলতে গেলে জানিয়েছেন, ‘দেবালয় যেমন ইন্দুবালা আমাকে ছাড়া ভাবতে পারেনি, তেমনি আমি চাই অনেক পরিচালক এমন চরিত্র আমাকে নিয়ে ভাবুক।’ এছাড়া তিনি জানিয়েছেন তিনি তার একমাত্র সন্তানকে হিংসা করেন। কারণ, ইউভান যেমন সরলতা মাখানো জীবন কাটাচ্ছে সেটা দেখে তার হিংসা হয়।

এরপর তাকে প্রশ্ন ছাড়া হয় মনের মানুষ ধোকা দিলে তিনি কী করবেন? যা শুনে অকপটে তিনি বলেন এই অবস্থায় তিনি তাকে ‘গড ব্লেস ইউ’ বলতে চান। এখানেই শেষ নয় মহিলাদের মধ্যে একটি কুসংস্কার তার ভীষণই অপছন্দের। যেটি হলো পিরিয়ডস নিয়ে থাকা ট্যাবু। আসলে বরাবরই প্রাণখোলা এই অভিনেত্রী। মনের সব কথাই অকপটে ভাগ করে নেন তিনি।