‘আমরা প্রতি মিনিটে কিস করি’, বেডরুম সিক্রেট ফাঁস করে নিন্দুকের ধুয়ে দিলেন শুভশ্রী
প্রত্যেক মিনিটে মিনিটে একে অপরকে চুম্বন করেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং তার স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী! এমনই তথ্য তিনি তুলে ধরেছেন সংবাদমাধ্যমের কাছে। ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই রাখঢাক করেন না অভিনেত্রী বরং নিজেদের ভালোবাসার মুহূর্তগুলিকে বরাবর সকলের সামনে তুলে ধরেন। আসলে তার মতে তিনি বেশ করেছেন প্রেম করেছেন।
এইতো কিছুদিন আগেও স্বামীর সাথে চুম্বনরত ছবি পোস্ট করেছিলেন তিনি। যার ফলে তুমুল ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল তাদের। এমনকি অনেকে এও বলেছিলেন যে দেবকে ব্লক করে এই ছবি পোস্ট করেছেন তিনি। যদিও এসব বিষয় নিয়ে কখনোই তোয়াক্কা করেন না অভিনেত্রী। সম্প্রতি সেই তথ্য তুলে ধরেছেন সংবাদমাধ্যমের কাছে।
তিনি জানিয়েছেন, ‘যারা আমাদের ট্রোল করেন তাদের কোনো অস্তিত্ব নেই আমাদের কাছে। আমরা নিজেদের মতোন কাজ করি। আর রাজ ও আমি প্রতি মিনিটে চুমু খাই।’ এখানেই শেষ নয় তার মতে রাজ তৃণমূল বিধায়ক হওয়ার পর থেকে ট্রোলের পরিমাণ বেড়েছে। তবে তারা ইতিবাচক মনোভাব রেখে চলেন এবং কর্মফলে বিশ্বাস করেন।
জীবনের প্রত্যেকটি মুহূর্ত ভরপুর উপভোগ করেন তারা। এমনকি তার মতে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি স্ট্রং তাই সমালোচনায় তাদের বেশি পড়তে হয়। যদিও নারী ক্ষমতায়ন, লিঙ্গ সমতার মতো শব্দগুলো কখনো জনপ্রিয়তা পেয়েছে বলে শোনেননি শুভশ্রী। তাই এসবকে তোয়াক্কা না করে নিজের মতোই জীবনযাপন করতে পছন্দ করেন তিনি।