‘কবে বিয়েটা করছো?’ প্রকাশ্যে দেবকে সটান প্রশ্ন রাজঘরণী শুভশ্রীর
টলিউড অভিনেতা দেবের বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীমহলে। কবে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সেই প্রশ্ন রয়েছে সকলের মনে। তবে শুধু দর্শকেরাই নন সেই তালিকাতে রয়েছেন তার প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলীও! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন একসময় সম্পর্ক থাকলেও বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের। তবে এরপরেও দেবের বিয়ে নিয়ে প্রশ্ন কেন রয়েছে তার মনে?
তবে এমনটাই সত্যি। প্রাক্তন প্রেমিক দেব কবে বিয়ে করবেন, তাকে এই প্রশ্নটা করতে চান শুভশ্রী। এমনটাই তিনি জানিয়েছেন একটি টক শো’তে এসে। আসলে ‘অপুর সংসার’ নামক একটি টক শো’তে শুভশ্রীর কাছে শাশ্বত জানতে চেয়েছিলেন তিনি যদি পেজ থ্রি’র রিপোর্টার হন তাহলে দেবকে কী প্রশ্ন করবেন? যা শোনামাত্রই শুভশ্রী বলেন ‘দেব বয়সটা কত হলো? বিয়েটা কবে করছো?’
শুধু তাই নয় আরো একটি প্রশ্ন করার কথা জানিয়েছেন শুভশ্রী। যা হলো ‘ধুমকেতুটা কি রিলিজ করছে?’ যদিও এই প্রথম নয় এর আগেও একটি অনুষ্ঠানে দেবের কাছে এই প্রশ্ন করেছিলেন শুভশ্রী। তখন অবশ্য তিনি রাজ চক্রবর্তীর সাথে গাঁটছড়া বাঁধেননি। একসাথে অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন তারা। এমনকি সম্পর্ক বিচ্ছেদের পরেও প্রযোজক দেব শুভশ্রীকেই প্রথম সিনেমায় নায়িকা করেছিলেন।
তবে সেই সিনেমা এখনো মুক্তি পায়নি। সহ-প্রযোজক রানা সরকারের সাথে মতের মিল না থাকার কারণেই নাকি এই সিনেমা এখনো মুক্তি পায়নি। তবে দর্শকেরা ভীষণভাবে চাইছেন যে সিনেমাটি মুক্তি পাক। অন্যদিকে দেবকে একটি সাক্ষাৎকারে বিয়ের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এখনতো বিয়ে হওয়ার থেকে ভাঙছে বেশি। বর্তমান সময়ে সুস্থ থাকা, ভালো থাকাই আসল। আমি আর রুক্মিণী ভালো আছি।’