নতুন প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করলেন অভিনেত্রী শ্রাবন্তী!

Advertisement

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) নাম শুনলেই প্রথমেই যে বিষয়টি মাথাচাড়া দিয়ে ওঠে তা হল তাকে নিয়ে চলা একাধিক বিতর্ক। পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চিত হন অভিনেত্রী। একের পর এক প্রেম ও বিয়ে এবং শেষ পর্যন্ত সেই বিয়ের বিচ্ছেদ লেগেই রয়েছে অভিনেত্রী জীবনে। তাই তিনি বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

Advertisements

ইতিমধ্যে তৃতীয় বিয়ের মামলা আদালতে চলছে। তারই মাঝে আরেক গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। তবে বিষয়টি ঠিক কী? আসলে একটি ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন স্টোরিতে। সেই ছবি ঘিরেই বর্তমানে নানান বিতর্ক শুরু হয়েছে

Advertisements

অভিনেত্রীকে দেখা গিয়েছে একজন ব্যক্তির সঙ্গে হাসি মুখে পোজ দিতে। তবে কি নতুন প্রেমিক খুঁজে পেলেন তিনি? এই প্রশ্ন শুরু হয়েছে চারিদিকে। যাকে অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে তিনি হলেন পরিচালক শুভজিত মিত্র। তার সঙ্গে একটি কেবিনে সেলফি তুলেছেন অভিনেত্রী৷ অভিনেত্রীর পরনে রয়েছে দুধ সাদা টপ ও পরিচালকের পরনে রয়েছে জামা ও চোখে চশমা।

পরিচালক এই ছবিটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, “এমনি”। তারপরই শ্রাবন্তীর নতুন প্রেমের গুঞ্জন শুরু হয়েছে চারিদিকে। তবে পরিচালক শুভজিত মিত্রের আগামী ছবি ‘দেবী চৌধুরানী’-তে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। কিছুদিন আগে ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে পরিচালকের সঙ্গে অভিনেত্রীর সখ্যতা বেশ নজর কেড়েছিল সকলের। তবে আসল ঘটনা কি তা বলবে আগামী।

Related Articles