শুভশ্রী ফাঁস করলো অঙ্কুশের নোংরামির ভিডিও! দেখে তাজ্জব নেটিজেনরা
অনস্ক্রিন তাদের দেখা গেছে মোটে একবার কিন্তু বাস্তবে তাদের দেখা গেলে মনে হবে এ যেন কয়েক দশকের বন্ধুত্ব। বলা হচ্ছে অঙ্কুশ হাজরা আর শুভশ্রী গাঙ্গুলীর কথা। যাদের বর্তমানে দেখা যাচ্ছে ডান্স রিয়েলিটি শো এর বিচারক আসনে। তবে বন্ধুত্ব কিন্তু এখান থেকে নয় দুজনের অফ স্ক্রিন বন্ধুত্ব প্রায় কয়েক বছরের। তাই দুজনের মধ্যে তো প্রায়ই খুনসুটি চলতে থাকে।
বিশেষত ডান্স রিয়েলিটি শো শুটিংয়ের ফাঁকে একসঙ্গে প্রায়ই মজা করতে দেখা যায় তাদের।
তবে এবার সেই কাছের বন্ধুকে নোংরার তকমা দিলে অভিনেত্রী শুভশ্রী। শুধু তাই নয় ফাঁস করলে বন্ধুর “নোংরা ভিডিও”! হ্যা সম্প্রতি এমন কান্ড ঘটিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। দুই বন্ধুকে নিয়ে এই মুহূর্তে তুমুল হইচই। কি এমন হলো যে বন্ধুর সাথে এমন কাজ করলেন অভিনেত্রী! আর কিই বা আছে সেই ভিডিওজুড়ে?
আসলে ভিডিওতে দেখা যাচ্ছে শুটিংয়ের ফাঁকে বিরতিতে অঙ্কুশ সেটের এক কোণে দাঁড়িয়ে স্যান্ডউইচ খেতে ব্যস্ত। কিন্তু স্যান্ডউইচ সে এমন ভাবেই খেয়েছে যে সারা গাল তার ভরে গেছে চিজে। আর সেভাবে ভিডিও করতে করতেই শুভশ্রীর প্রশ্ন “কি করছিস তুই!’ খাবার খেতে খেতেই অভিনেতার উত্তর ছিল “আমি চিজ খাচ্ছি।” আর এরপরেই বিরক্তি প্রকাশ করেন শুভশ্রী। “ইস এতো নোংরা কেন!” অঙ্কুশের খাবার খাওয়ার ভঙ্গি দেখে এমন বাক্য ছুড়ে দেন শুভশ্রী।
যদিও তাতেও কোনো হেলদোল ছিল না অঙ্কুশের। বরং শুভশ্রীকে তিনি মুখ পরিষ্কার করে দেওয়ার আবদার জানান আর তাতে শুভশ্রীর উত্তর তিনি নোংরুটেদের পরিষ্কার করেন না। আসলে এই পুরো ঘটনাটি ঘটেছে মজার ছলে। এই ভিডিও দেখে স্পষ্ট বোঝা গেছে অঙ্কুশের সাথে তার বন্ধুত্ব কতটা সহজ মজবুত। যেখানে মজা আছে খুনসুটি আছে আছে বন্ধুত্ব।