বিনোদন

মাত্র ৩ মাসেই বন্ধ হতে চলেছে স্টার জলসার এই জনপ্রিয় বাংলা সিরিয়াল, পরিবর্তে কোন ধারাবাহিক আসছে?

পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে সে যে গাছকে নিজের মা বলে মনে করে কিন্তু সেখানেই গ্রামের প্রভাবশালী ব্যক্তি পুষ্পরঞ্জন চৌধুরী এলাকার জঙ্গল কেটে চোরাচালান করে। পুরুলিয়ার কাঠের চোর চালানকারীদের বিরুদ্ধে একাই রুখে দাঁড়ায় সে। আর তারমাঝেই তার দেখা হয়ে যায় পুষ্পরঞ্জনের ছেলের সাথে আর তারসাথেই গাঁটছড়া বাধা হয়। হ‍্যা নতুনত্ব মোড়া গল্প নিয়েই শুরু হয়েছিল ‘মাধবীলতা।’

কয়েক মাস আগে মন ফাগুনের জায়গায় ৮.৩০ টার স্লটে শুরু হয়েছিল এই ধারাবাহিক। একেবারে নতুন এক জুটিকে দেখা গিয়েছিল ধারাবাহিকের। কিন্তু দর্শকদের জন্য এবার দুঃসংবাদ কারণ শুরু হবার মাস তিনের পরেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। বেশ কয়েকদিন ধরেই ধারাবাহিক বন্ধের জল্পনা চলছিল তার মাঝেই জল্পনায় শীলমোহর দিলেন নায়ক সুস্মিত মুখোপাধ্যায়। একটি সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়ে দিলেন আগামীকালই এই ধারাবাহিকের শেষ শুটিং।

চলতি বছরের 22 আগস্ট স্টার জলসা চ্যানেলে এই সিরিয়ালের প্রথম এপিসোড সম্প্রচারিত হয়। জঙ্গলের প্রেক্ষাপটেই সাজানো হয়েছিল গোটা গল্প। বর্তমানে গল্পের নায়িকা মাধবীলতা ও নায়ক সবুজের সম্পর্ককে কেন্দ্র করেই গল্প এগোচ্ছে কিন্তু তারমাঝেই ধারাবাহিক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। কিন্তু কেন! এই প্রশ্নের উত্তর জানতেই উতলা বিনোদনপ্রেমীরা‌।

আসলে বেশ কিছুদিন ধরেই এই ধারাবাহিক নিয়ে চলছিল ট্রোল, বেশ কিছু জিনিস দর্শকদের গাঁজাখুরি বলেই মনে হচ্ছিল। প্রতি সপ্তাহে টিআরপি প্রতিযোগিতায় একপ্রকার পিছিয়ে পড়েছিল মাধবীলতা। তাই মনে করা হচ্ছে কম টিআরপির কারণেই বন্ধ হচ্ছে এই ধারাবাহিক। শোনা যাচ্ছে এর বদলে দেখা যাবে আসন্ন নয়া সিরিয়াল পঞ্চমী। যেখানে ধারাবাহিকে রহস্যের সাথে আধ্যাত্মিকতার স্বাদ পাবেন দর্শকগণ।