Sreemoyee: সঙ্গীকে ছাড়া এক মুহূর্ত বাঁচাটাও বিরাট সাজা! ফের চর্চায় কাঞ্চনের চর্চিত প্রেমিকা শ্রীময়ী, ভাইরাল ভিডিও

Advertisement

শ্রীময়ী কি তবে এবার প্রেমে পরলেন? তবে কি তার মনেও বসন্ত ধরা দিল!! কি ভাবছেন অনিন্দ্যকে ছেড়ে তার পরম বন্ধু রোহিত সেনের এর প্রেমে পড়লেন শ্রীময়ী? ভুল ভাবছেন স্টার জলসার সিরিয়াল শ্রীময়ী কথা কিন্তু এখানে বলা হচ্ছে না বলা হচ্ছে বাস্তবের শ্রীময়ী অর্থাৎ জি বাংলার কৃষ্ণকলির রাধারানী।

Advertisements

শ্রীময়ী চট্টরাজ যাকে কিনা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি তে খলনায়িকা রাধারানীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। খলনায়িকার চরিত্রে তার অভিনয়ে রীতিমতো প্রশংসিত হয়েছে। তবে এই কয়েক মাস আগে বিতর্কের সম্মুখীন হয়েছিলেন শ্রীময়ী। কাঞ্চন মল্লিকের সাথে তার সম্পর্কের জল্পনা ঘিরে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। যদিও এই বিষয়ে শ্রীময়ী জানান কাঞ্চনের সাথে তার কোনো রকম প্রেমের সম্পর্ক নেই।

Advertisements

এখন পরিস্থিতি খানিকটা স্বাভাবিক। আর এরমধ্যেই নিজের ইন্সটায় এসে একটি ভিডিওতে বার্তা দিলেন এবার তাকে ছাড়া তার জীবন যেন একটা শাস্তি। কার কথা বললেন অভিনেত্রী?? সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে রোমান্টিক মুডে ধরা দিলেন।

একটি ইনস্টাগ্রাম রিল ভিডিও পোস্ট করেছেন শ্রীময়ী সেখানেই গানের সাথে ঠোঁট মেলাতে দেখা গেল তাকে। গাড়িতে বসেই ঠোট মেলালেন “তু হে ওহি দিল নে জিসে আপনা কাহা” গানের সাথে। আর শেষ পর্যন্ত বলেই ফেললেন “আব তো ইয়ে জিনা তেরে বিন হ‍্যায় সাজা।”

এই ভিডিওতে তাকে সাধারণ লুকে দেখা গেলেও রূপসজ্জার বদলের ভালোবাসা যেন তার চোখে মুখে প্রকাশ পেল। গানটা কি আদৌ কাউকে ডেডিকেট করে গাওয়া? তবে কি অভিনেত্রীর মনে বসন্তের রং লাগলো? কে সেই মানুষ? এই নিয়ে দ্বন্দ্বে নেটিজেনরা।

Related Articles