একজনের দ্বারায় হবে না, বিয়ের জন্য চারজন পাত্র লাগবে অভিনেত্রী শ্রীলেখার!

দ্বিতীয়বার সংসার শুরু করতে হলে একজন নয়, বরং চারজন পুরুষ দরকার শ্রীলেখা মিত্রের! এমনটাই একটি সাক্ষাৎকার জানিয়েছেন তিনি। কারণ, ভবিষ্যৎ স্বামীর মধ্যে তিনি এমন কিছু গুণ দেখতে চান যা একজন মানুষের মধ্যে থাকা কখনোই সম্ভব নয়। টলিউডের এই অভিনেত্রী সকলের কাছে পরিচিত মুখ। অভিনয় দক্ষতার পাশাপাশি তিনি একজন স্পষ্ট বক্তা হিসেবেও পরিচিত।
মনের কথা সরাসরি বলতে পছন্দ করেন তিনি। তবে এর ফলে কম কটাক্ষ শুনতে হয় না তাকে। নিত্যদিন সমালোচনায় উঠে আসতে দেখা যায় এই অভিনেত্রীকে। যদিও সেসব বিষয়কে কখনোই খুব একটা গুরুত্ব দেন না তিনি। অন্যদিকে কিছুদিন আগে তিনি ‘ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল’এ যোগ দিয়েছিলেন। যেখানে বেশকিছু সংবাদমাধ্যম তার সাক্ষাৎকার নিয়েছিল।
কলকাতার ইন্ডাস্ট্রি থেকে শুরু করে রাজনীতি এমনকি ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা আলোচনা করতে দেখা যায় এই অভিনেত্রীকে। সেরকমই একটি সাক্ষাৎকার সম্প্রতি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে নিজের ব্যক্তিগত জীবন অকপটে তুলে ধরেছেন অভিনেত্রী। জানিয়েছেন, তার মনের বয়স তার মেয়ের থেকেও কম। আরো একবার বিয়ের প্রসঙ্গ উঠলে তিনি বলেন পাত্রকে আর্থিকভাবে ভালো হতে হবে।
কারণ, স্ট্রাগল করছেন এমন কাউকে তিনি চান না। পেশীবহুল প্রয়োজন নেই বুদ্ধিদীপ্ত ব্যাপারটা থাকতে হবে। তার প্রাক্তন স্বামী ‘ইন্টেলিজেন্টলি হ্যান্ডসাম’ ছিলেন তাই তাকে ছাপিয়ে যেতে হবে। এমনকি যার সাথে পড়াশোনা, সিনেমা সব নিয়ে আলোচনা করা যাবে। তবে পজেসিভ হলেও মোটেও সন্দেহবাতিক হওয়া চলবে না। কারণ, তিনি নিজে সৎ। কিন্তু এতোসব গুণ তো একজনের মধ্যে পাওয়া যায় না। তাই হেসে তিনি বলেন, ‘তাহলে আমার চারজন লাগবে।’