‘আজা সাবারিয়া’ গানের সুরে কাকে ডাকলেন ‘হট কুইন’ শ্রাবন্তী?

Advertisement
  1. টলি ইন্ডাস্ট্রির হট বম্ব শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। যাঁর রূপ সৌন্দর্যে হার মানে জুনিয়র থেকে সিনিয়ার সকল তারকারা। তবে ফিটনেস ধরে রাখার জন্য তিনি কি কি করছেন তা instagram-এর মাধ্যমে তিনি সকলকেই জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাঝে মাঝেই উষ্ণতার পারদ চড়ান বঙ্গতনয়া শ্রাবন্তী। তবে এবার অনন্য রূপে ধরা দিয়ে নেটজনতার ঘুম কাড়লেন বঙ্গতনয়া।

সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে হটবম্ব শ্রাবন্তী (Srabanti)-র একটি শর্ট ভিডিও। যা দেখে চোখ ঝলসে যাওয়ার উপক্রম নেটজনতার। ভিডিওটিতে একটি রানী কালারের গাউনে ধরা দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। তবে গাউনটির নীচের দিকে সামনের অংশ কিছুটা ফাঁকা রয়েছে। যেখানে স্পষ্ট হয়েছে অভিনেত্রী পা। এই পোশাকের সাথে মানানসই সাজে সেজেছেন বঙ্গতনয়া। সাথে রয়েছে শর্টকাট হেয়ার। চাউনি দেখে ঘায়েল হয়েছে নেটজনতা।

Advertisements

এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অভিনেত্রী জুড়েছেন “আজা সাবেরিয়া” (Aja Saberia) গান। ভিডিওটিতে র‌্যাম্পওয়াক স্টাইলে হেঁটে বিভিন্ন পোজ দিয়েছেন শ্রাবন্তী (Srabanti)। ভিডিও দেখে ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন উঠেছে, গানের সুরে সুরে কাকে ডাকছেন শ্রাবন্তী চ্যাটার্জী? সমালোচিত হলেও এই ভিডিওতে বেশ প্রশংসিত হয়েছেন বঙ্গতনয়া। শ্রাবন্তীর অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তাঁকে।

Advertisements

তবে তাঁর এই রূপ সৌন্দর্য ধরে রাখার পিছনে রয়েছে এক গোপন টিপস। যাতে তিনি বেশ মেনটেন করে চলছেন। পূর্বে অভিনেত্রী একটু মোটা হয়ে যাওয়ায় ট্রোল্ড হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তবে সাম্প্রতিক সময়ে শরীরের প্রতি সচেতন হয়েছেন শ্রাবন্তী। কঠিন কঠিন ওয়ার্ক আউট করতে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। কখনো হাতে লাঠি নিয়ে যোগাসন করতে দেখা যাচ্ছে, তো কখনো আবার হাতের পাতার উপরে ব্যালেন্স করে টেনিস বল রেখে হাতের ফাঁক দিয়ে পুরো শরীর গলিয়ে ফেলছেন বঙ্গকন্যা।

অন্যদিকে, অভিনেত্রীর কেরিয়ার জীবন সম্পর্কে জানা গিয়েছে, বর্তমানে একের পর এক প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী (Srabanti)। চলতি বছরেই রিলিজ হয়েছে শ্রাবন্তী-প্রসেনজিৎ অভিনীত “কাবেরী অন্তর্ধান”। তবে পরবর্তীতে মুক্তির অপেক্ষায় “ডিয়ার ডি” এবং “হাঙ্গামা ডট কম” ছবি। অর্থাৎ বলাই যায় বর্তমানে কাজে মন দিয়েছেন বঙ্গতনয়া শ্রাবন্তী।

Related Articles