ফর্সা গালে গোলাপি আভা, এমন পোজে কামুক ভক্তদের উত্তেজিত করলেন শ্রাবন্তী

শ্রাবন্তীর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। একের পর এক ছবিতে অভিনয় করে এখন তিনি বেশ জনপ্রিয়। তার বয়স যাই হোক না কেনো তার সৌন্দর্য্য কিছু কম নয়। এখনও সদ্য টলিউডে ওঠা অভিনেত্রীদের দশ গোল দেবেন তিনি। বয়স দিন দিন বাড়লেও সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার৷ বরং তাকে দেখলে মনে হয় বয়স ক্রমশ কমছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) টলি পাড়ার যে প্রথম সারির গ্ল্যামারাস অভিনেত্রী সে বিষয়ে সন্দেহ নেই।
সম্প্রতি এই অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। আর সে ছবি দেখে ঘুম উড়েছে সকল নেটিজেনদের। সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রী ব্যাপক জনপ্রিয়। সম্প্রতি শ্রাবন্তী একটি ছবি পোস্ট করেছেন। আর সেই ছবিতে কালো রঙের পোশাকে তাকে দেখা গিয়েছে।
অভিনেত্রীর দেহের উজ্জ্বল রং ও তাতে কালো পোশাক যেনো আরও আকর্ষণীয় করে তুলেছে তাকে। সঙ্গে দেখা গিয়েছে চুল ছাড়া অবস্থায় চেখ বন্ধ করে শান্তির নিশ্বাস নিচ্ছেন তিনি। ঠোঁটে রয়েছে লাল লিপস্টিক ও গাল আপেলের মতন লাল হয়ে রয়েছে।
অভিনেত্রীর ফর্সা গালে লাল রঙের আভা ফুটে উঠেছে। আর এই ছবিতে তাকে হালকা সাজে দেখা গিয়েছে। কালো রঙের স্লিভলেস পোশাক পরেছেন তিনি। ছবিটি নেট মাধ্যমে ভাইরাল হতে সময় নেয়নি।