‘চাঁদ উঠেছে ফুল ফুটেছে’, বাচ্চাদের মত আধো গলায় ছড়া বলে চমক লাগলো শ্রাবন্তী (ভিডিও)

টলিউড জগতের গ্ল্যামারাস অভিনেত্রীদের তালিকায় সহজেই জায়গা করে নেবেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। একের পর এক ছবি দিয়ে তিনি মানুষের মন জয় করে ফেলেছেন। প্রতিটি ছবিতে তার গ্ল্যামার ফুটে উঠেছে। বয়স বাড়লেও অভিনেত্রী এখনও রয়েছেন যৌবনা। নিজের শরীরের যত্ন নিতে ভোলেন না তিনি৷ আর তাই এখনও তার প্রেমে পড়েন পুরুষেরা।
বয়স বাড়লেও নিজের শরীরচর্চা ও নানান কর্মপদ্ধতির মধ্যে দিয়ে নিজেকে সুন্দরী তন্বী রেখেছেন তিনি৷ আর তাই এই বয়সেও অভিনয়ে নায়িকার চরিত্রটি সহজেই পেয়ে যান শ্রাবন্তী। শ্রাবন্তী অভিনয় করার পাশাপাশি ঘুরতে ভালোবাসেন৷ আর তাই তার সোশ্যাল হ্যান্ডেলে নানান ছবি দেখা যায় বিদেশ ভ্রমণের। তিনি নিজের মতন চলতে ভালোবাসেন।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন স্টেজ শো করেন শ্রাবন্তী। আর সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তেমনই এমনই একটি স্টেজ শো-এর ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। আর সেই স্টেজ শো চলাকালীন দেখা গিয়েছে শ্রাবন্তী বাচ্চাদের গলা নকল করে গান গাইছেন। তার এই গলা শুনে সকলেই অবাক হয়েছেন।
সেই ভিডিওতে অভিনেত্রীকে দেখা গিয়েছে নীল রঙের টপ ও সাদা রং-এর স্রাগে। অভিনেত্রীর গলায় শোনা গেলো ‘ন্যাওনো মে সপ্না’ গানটি৷ ভিডিওটি ‘আগমনী স্টুডিও’ নামক একটি সোশ্যাল মিডিয়ার পেজ থেকে ভাইরাল হয়েছে।