একাধিক বিয়ে, ডিভোর্স বিতর্ক অতীত, এবার বিবাহিত পুরুষের সঙ্গে রোমান্সে মাতলেন শ্রাবন্তী!

Advertisement

লন্ডনে পৌঁছে ১৮০ ডিগ্রী ঘুরে গেলেন জিতু, নবনীতাকে নয়, শ্রাবন্তীকে চাঁদ-তারা দেবেন জিতু। সাম্প্রতিক সময়ে প্রেম ভালোবাসা ভুলে কাজে মন দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। যা তিনি নিজেই জানিয়েছেন। বর্তমানে একের পর এক হাতে প্রজেক্ট রয়েছে বঙ্গতনয়ার। ইতিমধ্যে জোর কদমে চলছে অংশুমান প্রত্যুষ (Anshuman Pratyush) পরিচালিত ‘বাবুসোনা’ (Babusona) ছবির শুটিং। যার জন্য তাঁরা পৌঁছে গেছেন লন্ডনে (London)। সেখানেই চলছে শুটিং।

Advertisements

এই প্রসঙ্গে জানিয়ে রাখি এই প্রথমবার ‘বাবুসোনা’ ছবিতে একসাথে জুটি বেঁধে কাজ করতে চলেছেন জিতু-শ্রাবন্তী (Jeetu-Srabanti)। এটি সাসপেন্ড কমেডি ফিল্ম। মূলত শিশু অপহরণের ঘটনাকে কেন্দ্র করে এই ফিল্ম তৈরি হচ্ছে। আর সেই সূত্রেই কাছাকাছি আসতে দেখা যাবে জিতু-শ্রাবন্তীকে। লন্ডন শহরে ঘটবে এই ঘটনা। তবে লন্ডনে যাওয়ার আগে শ্রাবন্তী ও ‘বাবুসোনা’ টিমের সাথে তোলা সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জিতু কমল (Jeetu Kamal)। এই ছবির শুটিংয়ের উদ্দেশ্যে লন্ডনে জিতুর সাথে তাঁর স্ত্রী নবনীতাও গিয়েছে। কিন্তু একি লন্ডনে গিয়েই ভোল বদল জিতুর।

Advertisements

নবনীতাকে ছেড়ে শ্রাবন্তীর জন্য চাঁদ-তারা নিয়ে আসতে চাইলেন জিতু। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় সেরকম একটি রিল ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গিয়েছে কালো শর্ট ড্রেসের সাথে শীতের পোশাক পরে মোবাইল ফোন চেক করতে করতে রাস্তা দিয়ে হাঁটছেন বঙ্গতনয়া। সেই সময়ই শ্রাবন্তীকে দেখে জিতু গাইতে শুরু করে ‘তুম জো ক্যাহে দো তো চাঁদ তারোকো তোর লাউঙ্গা ম্যায়’। গান গাইতে গাইতে তিনি শ্রাবন্তীর কাছে এগিয়ে যায়। শ্রাবন্তীর কাছে এগিয়ে যেতেই শ্রাবন্তী তাঁকে বলে যাও চাঁদ-তারা নিয়ে আসো।

আর সেই শুনে সেখান থেকে প্রস্থান করেন জিতু (Jeetu)। তারপরে জিতুকে মুখ ভেংচায় শ্রাবন্তী। তবে এই ভিডিওতে জিতুর পরনে দেখা গেছে সাদা রঙের টিশার্ট তার উপরে কালচে নীল রঙের শীতপোশাক এবং নীল রঙের ডেনিম সাথে চোখে পড়েছেন সানগ্লাস। শ্রাবন্তীকে ট্যাগ করে এই ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করে জিতু ক্যাপশনে লিখেছেন, কেন শ্রাবন্তী তাঁর সাথে মজা করছেন! অন্যদিকে শ্রাবন্তী (Srabanti) লেখেন, তিনি মজা করতে ভালোবাসেন। তবে এই ভিডিওটি দেখে যে মানুষ মজা পেয়েছে তা ভিডিওর কমেন্ট বক্সে বেশ স্পষ্ট হয়েছে। এমনকি নেটিজেনদের একাংশ মজা করে ভিডিওর কমেন্ট বক্সে জিতুকে উদ্দেশ্য করে লিখেছেন, তাদের জন্য যেন জিতু চাঁদ-তারা নিয়ে আসে।

Related Articles