বিনোদনভাইরাল ভিডিও

হাওয়ায় উড়ছে পোশাক, খোলা ব্যালকনিতে এমন পোজে রিল বানালেন শ্রাবন্তী, ‘গরীবের করিনা’র তকমা দিলেন নেটিজেনরা

সম্প্রতি এবার একটি রিল ভিডিও পোস্ট করায় কটাক্ষের সম্মুখীন হলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী! সমালোচনা এবং এই অভিনেত্রীর নাম যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। তিনি কিছু ছবি বা ভিডিও পোস্ট করলেই তা নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। এমনকি তাকে টলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে।

আসলে তার ব্যক্তিগত জীবনে এমন কিছু বিষয় রয়েছে যেগুলিকে হাতিয়ার করে তাকে নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা। আর এবার একটি রিল ভিডিওতে নাচার কারণে তাকে কটাক্ষ করলেন তারা। এমনকি ‘বুড়ো বয়সে ভীমরতি’ মন্তব্য করতেও দেখা গিয়েছে কিছু মানুষদের। আসলে সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় থাকেন তিনি।

যেখানে নিজের জীবনের নানান মুহূর্তগুলিকে তিনি ভাগ করে নেন সকলের সাথে। সম্প্রতি সেরকমই একটি ট্রেন্ডিং গানের সাথে রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে তাকে। ‘Did u Check On Me’ নামক সেই গানের সাথে নাচের সময় তার পরনে ছিল একটি থাইস্লিটেড ওয়ান পিস পোশাক। যেখানে স্পষ্ট হয়েছে তার বক্ষ বিভাজিকা।

ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের মতোন এক্সপ্রেশন দিয়ে নাচতে দেখা গিয়েছে তাকে। যদিও সেটি দেখার পর নানানরকম মন্তব্যে ভরিয়ে তুলেছেন সকলে। কেউ যেমন বলেছেন, ‘বুড়ো বয়সে ভীমরতি’। আবার কেউ কেউ বলেছেন, ‘পোলার বিয়ারের মতোন সাদা’। এক কথায় বলতে গেলে সমালোচনায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা।