‘বেশরম’ হয়েও সকলকে নিজের দাম বুঝিয়ে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী!
সম্প্রতি এবার ‘বেশরম রং’ গানে রিল ভিডিও বানিয়ে অনুরাগীদের মনে বসন্ত জাগিয়ে তুললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। খুব অল্প বয়সে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। তবে তারপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। হাতে এসেছে একাধিক সিনেমার কাজ। তাবড়-তাবড় অভিনেতাদের সাথে স্ক্রীন শেয়ার করেছেন তিনি।
যদিও বয়সের সাথে সাথে তার সৌন্দর্য্য এবং গ্ল্যামার যেন ক্রমাগত বেড়েই চলেছে। যার ঝলক দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই। আসলে কাজের যতই ব্যস্ততা থাকুক না কেন নিজের জন্য সময় রাখতে ভোলেন না তিনি। তা কোথাও ঘুরতে যাওয়াই হোক আর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাই হোক। নিজের জন্য সময় ঠিকই বার করেন এই অভিনেত্রী।
তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মানেই বিভিন্ন ছবি ও ভিডিওর সমাহার। সম্প্রতি সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যা দেখে রীতিমতো ঝড় উঠেছে অনুরাগীদের বুকে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বেগুনী রংয়ের লেহেঙ্গা পরে রয়েছেন তিনি। সাথে হীরের গয়না, মানানসই মেকআপ, খোলা চুল তাকে লাস্যময়ী করে তুলেছিল। ভিডিওতে দেখা যাচ্ছে কখনো হাঁটছেন আবার কখনো পোজ দিচ্ছেন।
এমনকি এই সাজে তাকে ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চেও দেখা গিয়েছে। আসলে অনেকগুলি মুহূর্তকে একটি রিল ভিডিওতে নিয়ে এসেছেন তিনি। আর সাথে জুড়ে দিয়েছেন ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গান। তবে সব থেকে বেশি নজর কেড়েছে তার ক্যাপশন। কারণ, সেখানে তিনি লিখেছেন ‘লোকজন চেয়ে চেয়ে দেখবে। তাই তাদের কাছে নিজেকে দামী করে তুলুন।’ ভিডিওর কমেন্টবক্স দেখেও সেটাই স্পষ্ট হয়েছে।