বিনোদন

মাত্র ১৬ বছর বয়সে বিয়ে, একাধিক পুরুষ সঙ্গ! শ্রাবন্তী‌কে এই কড়া শাস্তি দিয়েছিলেন তাঁর বাবা-মা

টলিউডের সুন্দরী নায়িকাদের মধ‍্যে বরাবরই এগিয়ে থাকেন শ্রাবন্তী‌। এক সন্তানের মা হয়েও এখনো পর্যন্ত নিজের গ্ল‍্যামার ধরে রেখেছেন, টলিউডের মিষ্টি অভিনেত্রী বললে তার নামই সামনে আসে। আর তাইতো তার রূপের প্রশংসায় পঞ্চমুখ থাকেন সমালোচকমহলও। তবে রূপ নিয়ে প্রশংসা যত হয় ততটাই হয় তাকে নিয়ে সমালোচনা ট্রোল কটাক্ষ।

তৃতীয়বারের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই প্রতিমুহূর্তে ব্যক্তিগত কারণে খবরে থাকেন তিনি। এই মুহূর্তে গুঞ্জন শোনা যায় আবারো সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর এত সম্পর্ক আর সেই সম্পর্কের বিচ্ছেদ এই নিয়ে প্রতিমুহূর্তেই তার দিকে উঠে আঙুল। অনেক সময় তার বাবা-মায়ের দিকেও প্রশ্ন তোলেন অনেকে। মেয়েকে কি কিছুই বলেন না তার বাবা মা.. এমন প্রশ্ন অনেকবারই উঠে এসেছে। এবার সম্প্রতি তারই উত্তর মিলল।

মেয়ের বিচ্ছেদকে কেন্দ্র করে গড়ে ওঠার সমালোচনা বিতর্ক এই নিয়ে কি প্রতিক্রিয়া হয় অভিনেত্রীর বাবা মায়ের! তার প্রত্যেকটা সিদ্ধান্তে কি পাশে ছিলেন তার বাবা-মা! সম্প্রতি সেই উত্তরের সামনে এসেছে। একটি পুরনো রিয়েলিটি শোয়ে বাবা-মাকে নিয়ে উপস্থিত ছিলেন টলিউডের এই বিতর্কিত অভিনেত্রী। সেখানেই মেয়েকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন তারা।

আসলে শ্রাবন্তীর এমন কীর্তিকলাপ এর জন্য বেশ কড়া শাস্তি দিয়েছিলেন তার বাবা মা। শ্রাবন্তী প্রথম বিয়ে করেছিলেন ১৬ বছর বয়সে তাও বাবা-মায়ের অমতে। সেই বিষয়ে মোটেও মন থেকে মেনে নিতে পারেননি তার বাবা-মা। তাই সেই সময় মেয়ের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন। এটাই ছিল তার জন্য সবথেকে বড় শাস্তি। জীবনের সবথেকে কাছের মানুষ বাবা-মা তার থেকে দূরে সরে গেছিল এরথেকে কষ্টের কি হতে পারে। যে কথা ভেবে সেদিন মঞ্চে চোখের জল ধরে রাখতে পারেননি অভিনেত্রী। বাবা মায়ের থেকে শাস্তি পাওয়ার আক্ষেপ তার মনে থেকে গিয়েছে।