‘আর ভালো লাগছে না, আমিও তো একটা মেয়ে’, জিমের টাকা মারার অভিযোগে চোখে জল শ্রাবন্তীর!

Advertisement

‘আমিও একজন মেয়ে, আমারও পরিবার আছে। সন্তান আছে। আর এসব ভালো লাগছে না।’ অভিমানের সুরে এমনটাই জানালেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী! হয়তো অনেকেই জানেন না বেশ কিছুদিন ধরে শ্রাবন্তীর গ্রেফতার হওয়া নিয়ে জল্পনা চলছে। আসলে ২০২০ সালে ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামক একটি জিম খুলেছিলেন তিনি।

Advertisements

তার সাথে দু’জন সহযোগী ছিলেন। জানা গিয়েছিল মোট আঠারো টাকার প্যাকেজে ভর্তি হওয়া যাবে। একদফায় সাড়ে সাত হাজার টাকা দিলেও ভর্তি হতে পারবেন মানুষ। সেইমতো অনেকেই টাকা দিয়ে জিমে ভর্তি হয়েছিলেন। এমনকি অনেকে পুরো পেমেন্টও করে দিয়েছিলেন। তবে হঠাৎ করেই জিম বন্ধ হয়ে যায়। এর ফলে টাকা খোয়া যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।

Advertisements

ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও প্রথমে এই বিষয়ে শ্রাবন্তী জানিয়েছিলেন, হয়তো কোনো কারণে জিম বন্ধ হয়েছে। কিন্তু তাদের টাকা নিয়ে কোন চিন্তা নেই। সকলেই টাকা ফেরত পেয়ে যাবেন। তবে এবার সেই বয়ান পাল্টে ফেললেন অভিনেত্রী। জানালেন জিমের সাথে অনেকদিন যোগাযোগ নেই তার। এমনকি টাকা পয়সারও লেনদেন হয়নি।

শুধু তাই নয় অভিমানের সুরে বলেন, ‘আমিও একটা মেয়ে, আমার পরিবার আছে, সন্তান আছে। এসব আর ভালো লাগছে না। আমার নামে ভিউ বাড়ছে, তাই এসব করা হচ্ছে।’ এই বিষয়টি শোনার পরেও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ। তাদের মতে এক মুখে কতরকম কথা বলছেন অভিনেত্রী? তবে এবার বিষয়টি কোনদিকে এগোয় তা একমাত্র সময়ই বলবে।

Related Articles