বিনোদনভাইরাল ভিডিও

‘মুখ ভেঙে দেব’, গালে চুমু দিতেই প্রিয় বান্ধবীকে কষিয়ে চড় মারলেন শ্রাবন্তী!

টলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কে নিয়ে আবার শুরু হলো বিতর্কের ঝড়। তবে এবার তাকে নিয়ে বিতর্ক ছড়ালো তার বান্ধবীকে সপাটে চড় মারার জন্য। অভিনেত্রীর যেমন অভিনয়ের জন্য রয়েছে জনপ্রিয়তা, ঠিক তেমনি তার ব্যক্তিগত জীবনের জন্য রয়েছে তাকে নিয়ে নানান বিতর্ক। এইসবের মাঝেই তার বান্ধবীকে চড় মারার ভিডিওটি সামনে আসতেই বেশ ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে শোনা যাচ্ছে অভিনেত্রীর পঞ্চম প্রেমের গুঞ্জন। আর এসব নিয়েই বহু জল ঘোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তার ব্যর্থ প্রেম এবং অসফল বিবাহ টলিপাড়ায় বেশ চর্চিত। তবে অভিনেত্রীদের এই নতুন রণচন্ডী রূপ দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। কি এমন ঘটল! কেন তিনি চড় মারলেন তার বান্ধবীকে, চলুন তা জানি বিস্তারিতভাবে।এই চড় মারার বিষয়টি নিতান্তই মজার ছলে। কারণ তার বান্ধবী instagram হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা গেছে তিনি এবং অভিনেত্রী রিলস ভিডিও বানিয়েছেন।

আর সেখানেই অভিনেত্রীকে দেখা গেছে একটি জ্যাকেট ও ট্রাউজারে, অন্যদিকে তার বান্ধবীকে দেখা গেছে কালো পোশাকে এবং কালো ওভারকোটে। সাথে মানানসই মেকআপ এবং দুর্দান্ত লুকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে শ্রাবন্তীর বান্ধবী শ্রাবন্তীর গালে চুম্বন করেন। কিন্তু অভিনেত্রী চুম্বনের সাথে সাথেই যেন খেঁপে ওঠেন এবং সপাটে তার বান্ধবীর গালে বসিয়ে দেন চড়। আর তারপরেই বলেন, “এইরকম মজা করলে আমি মেরে তোর মুখ ভেঙ্গে দেব”।

ভিডিওটি সোশ্যাল মিডিয়া আসার সাথে সাথে বেশ ভাইরাল হয়েছে। নেটিজেনেরা ভিডিওটি বেশ মজার ছলে নিয়েছেন। একাধিক কমেন্টে ভরে গেছে কমেন্ট বক্স। কেউ লিখেছেন “তোমার এই রণচন্ডী রূপ দেখে ভয় লাগছে”, তো আবার কেউ লিখেছেন “এটা একটি ছেলের সাথে করলে আরো ভালো হতো”, আর কেউ অভিনেত্রীর উদ্দেশ্যে লিখেছেন “আমি এরকম মজা করে তোমার কাছে মুখ ভাঙতে চাই”। সবমিলিয়ে এই ভিডিওর সূত্র ধরে আবার অভিনেত্রী রয়েছেন সোশ্যাল মিডিয়ার চর্চায়।