ফ্ল্যাটের দরজা খুলতেই শ্রাবন্তীকে তিনজন অ্যাটাক করলো! তারপর…

Advertisement

টলিউডে বহুদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হলেও বর্তমানে তাকে দেখে অনেকেই বাঁকা কথা বলেন। তার ব্যক্তিগত জীবন তাকে বিতর্কের সামনে দাঁড় করিয়েছে। একের পর এক প্রেম, বিবাহ এবং বিচ্ছেদ যেনো অহরহ বিষয় হয়ে উঠেছে তার জীবনে। এতক্ষণে অনেকটাই স্পষ্ট এখানে কার কথা বলা হচ্ছে। তিনি হলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।

Advertisements

তাকে নিয়ে আলোচনা করতে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদপত্র কোথাও বাদ যায় না। ব্যক্তিগত জীবনের মাধ্যমে তিনি বারংবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। তবে তাতে কোনো পরোয়া করেন না অভিনেত্রী। কারণ তিনি নিজের পেশা নিয়ে বেশ ব্যস্ত। একের পর এক ছবিতে তার অভিনয় দিয়ে তিনি সাফল্য চূড়ায় অবস্থান করছেন। পেশাগত জীবন ছাড়াও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি।

Advertisements

মাঝেমধ্যে নানান ফটোশ্যুটের ছবিও তাকে পোস্ট করতে দেখা যায়। সামাজিক মাধ্যমে এবার তার সঙ্গীদের সঙ্গে ছবি পোস্ট করলেন। জানালেন নিজের মনের কথা। ভক্তদের মাঝে তিনি নিজের সারমেয়দের পরিচয় করিয়ে দিলেন। তিন পোষ্যের সঙ্গে অভিনেত্রীকে দেখা গেলো। অভিনেত্রী তাদের পরিচয় করিয়ে দিয়ে যেমন খুশি তেমনই খুশি পোষ্যরাও। অভিনেত্রী ভিডিও আকারে সেটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করলেন।

ভিডিওটির প্রথমে দেখা গিয়েছে, নিজের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে অভিনেত্রী। জিম থেকে ফিরেছেন বোঝা যাচ্ছে। তার পরনে রয়েছে দুধসাদা টিশার্ট ও কালো ট্রাউজার। এরপর তিনি দরজা খুলতেই বেরিয়ে আসে তিন সারমেয়। একটি সারমেয় গোল্ডেন রিটরিভার প্রজাতির। আরেকটি হাসকি এবং তৃতীয়টি মিনিয়েচার প্রজাতির সারমেয়। শ্রাবন্তীকে দেখে তারা লেজ নাড়তে শুরু করে। এই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, “এই আনন্দটা তখনই পাই যখন দরজা খুলে আমার বাচ্চাদের থেকে এভাবে অভিবাদন পাই”।

Related Articles