বিনোদনভাইরাল ভিডিও

চ্যাংড়া যুবকের সঙ্গে অন্তরঙ্গ শ্রাবন্তী, ‘কচি ছেলেকে ধরেছে খাওয়ার জন্য’, অভিনেত্রীকে ধুয়ে দিলেন নেটিজেনরা

টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় সহজেই জায়গা করে নেবেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) । যার পেশাগত জীবনের থেকে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকেন। একাধিকবার প্রেম, বিয়ে এবং সেই বিয়ের বিচ্ছেদের জন্য বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেত্রী। তবে বর্তমানে তার তৃতীয় বিয়ের বিচ্ছেদ নিয়ে বেশ জলঘোলা হয়েছে সবকিছু। একনও আইনি পথে বিচ্ছেদ হয়নি তৃতীয় বিবাহের।

তবে শ্রাবন্তীকে বধূবেশে দেখতে সুন্দর লাগে। বউ সাজে তার রূপ ঠিকরে বেরোতে চায়। তেমনই সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বধূ বেশে ছবি পোস্ট করলেন তিনি৷ সেখানে তাকে দেখা গিয়েছে কমলা গোলাপি জমকালো শাড়ি, শরীরে নানান অলঙ্কার, কপালে রয়েছে চন্দনের কলকা, মাথায় মুকুট ও ওড়না। একেবারে বধূ বেশে নিজেকে সকলের সামনে ধরা দিলেন তিনি।

তবে তিনি একা নন, ছবিতে দেখা গিয়েছে অভিনেতা রবি সাউকে। বেশ ঘনিষ্ঠ অবস্থায় এই ফটোশ্যুট সম্পন্ন হয়েছে। আর সেই ছবির রিলস্ ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে তা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়৷ তবে নেট দুনিয়ার অনেকেই নানান কটাক্ষ করেছেন অভিনেত্রীকে। কেউ বলছেন, “কত নম্বর বিয়ে?”, কারোর প্রশ্ন, ” শুধু কনে সাজতে ভালো লাগে? সংসার করতে ভালো লাগে না”

অনেকের মন্তব্য, “একঘেয়ে বিয়ের সাজে দেখতে দেখতে আর ভালো লাগছে না”। কেউ বলছেন, ” এই কচি ছেলেটাকেও ধরেছেন?” এসবের মাঝে অভিনেত্রীর জীবনে নেমে এসেছে আরেক দুর্যোগ। ইতিমধ্যে আদালতে চলা খোরপোশের মামলা স্থগিত হয়েছে। তার পরিবর্তে অভিনেত্রীর বিরুদ্ধে রোশন সিং-এর দায়ের করা “রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস”এ মামলা চলছে। এই মামলায় রোশন জয়ী হলে ফের পুরোনো সংসারে ফিরতে হবে অভিনেত্রীকে।