বাবা-মেয়ে থেকে সোজা বর-বউ, প্রসেনজিতের সাথে অভিনয় নিয়ে ট্রোল হতেই মুখ খুললেন শ্রাবন্তী
সেই কোন ৯০ দশকে পা রেখেছিলেন, শিশু শিল্পী হিসাবে অভিনয় জগতে প্রবেশ… এরপর কেটে গেছে এক দীর্ঘ সময় এখন সেই ছোট্ট শিশুশিল্পী বর্তমানে টলিপাড়া মোস্ট বিউটিফুল অভিনেত্রী। বলা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কথা। “মায়ার বাঁধন” ছবি দিয়েই অভিনয় দিয়ে হাতে খড়ি হয়েছিল তার সেই সময় প্রসেনজিতের কন্যা চরিত্রে অভিনয় করে জিতেছিলেন দর্শক মন। আর এবার প্রায় ২৫ বছর পর পর্দায় স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে এই দুই তারকাকে।সেদিনের সেই ছোট্ট শ্রাবন্তী আজকের জনপ্রিয় নায়িকা।
তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার পাতা সর্বদাই সরগরম। সমালোচিত যেমন হন তেমনি প্রশংসা পান অভিনয়ের জন্য। ব্যক্তিগত জীবনে যাই হয়ে যাক কর্মজীবনে ফুল ফর্মে তিনি। আর এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নায়িকা হয়ে চর্চায় তিনি। জানা গেছে সায়ন্তন ঘোষালের আগামী ছবি “কাবেরী অন্তর্ধান”-এ জুটি বাঁধছেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী। এককালীন মেয়ের চরিত্র থেকে সোজা স্ত্রীর চরিত্রে প্রসেনজিতের বিপরীতে এবার অভিনয় করবেন শ্রাবন্তী।
আসলে ছবির গল্প এমন এক দম্পতিকে নিয়ে যাদের মধ্যে বয়সের বিস্তর ফারাক। সেই গল্পই ফুটিয়ে তুলতে চলেছেন তারা। জানা গেছে ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বরে। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী যেখানে তিনি জানিয়েছেন তাদের দুজনের মধ্যে সম্পর্ক বরাবরই সহজ সরল। টলি ডিভার কথায় “প্রসেনজিৎ নাকি এখনো তাকে আগের মতই ট্রিট করছেন। মাঝেমধ্যে মজা করে বলছেন এখনো তোকে পিঠে নিয়ে ঘুড়ি?”
অভিনেত্রী জানিয়েছেন তার মধ্যে যতটা নার্ভাসনেস ছিল সেটা কাটিয়ে দিয়েছেন খোদ প্রসেনজিৎ। তবে এককালীন মেয়ে থেকে স্ত্রী হওয়ায় এই বিষয় নিয়ে বেশ কিছু মিম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এই নিয়ে যদিও চিন্তিত নন অভিনেত্রী। তিনি জানান সেই সময় বুম্বাদার তাকে বলেছিলেন তুই একদিন আমার নায়িকা হবি। এই ছবি শ্রাবন্তীর সেই স্বপ্নই পূরণ করতে চলেছে।