বিনোদন

বেডরুম থেকে এমন ছবি ভাইরাল হল শ্রাবন্তীর!

টলি পাড়ায় রয়েছেন একাধিক সুন্দরী অভিনেত্রী। যাদের সৌন্দর্য্য ও গ্ল্যামার বলিউডের অভিনেত্রীদেরকেও হার মানায়। কিন্তু নিজেকে নিজের মতন করে রাখতে পারেন ক’জন। এমনই একজন হলেন টলি পাড়ার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee)। মানুষ তার বিষয়ে বাঁকা কথা ছুড়লেও তিনি তা কানে নেন না।

নিজের মতন থাকতে পছন্দ করেন তিনি। আর তাই তো একাধিকবার বিতর্কে জড়িয়েও নিজেকে খোশমেজাজে রেখেছেন তিনি। তিনি তার পেশাগত জীবনের থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন। তার একাধিকবার বিয়ে এবং সম্পর্কে জড়ানোর বিষয়টি অনেকেই কটু মন্তব্য করতে ছাড়েননি।

তবে শ্রাবন্তী নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী। পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় শ্রাবন্তী। সেখানে নিজের নানান ছবি ও ভিডিও পোস্ট করে চলেন তিনি। সম্প্রতি তাকে দেখা গেলো সি-গ্রীন রংয়ের এক থাই-স্লিট গাউনে। পোশাকে রয়েছে ফেস প্রিন্ট।

মানানসই করে মেকাপ করেছেন তিনি এবং ঠোঁটে দিয়েছেন লিপস্টিক। খোলা চুলে এবং পোশাকের ফাঁকে তার উরু উন্মুক্ত হয়ে আছে। যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। চার দেওয়ালের মধ্যে নানান রকম ভঙ্গিমায় ছবি পোস্ট করেছেন তিনি। ছবিগুলি ভাইরাল হতে সময় নেয়নি।