একাধিক বিয়ের বিতর্ক অতীত, এবার নতুন হেয়ার স্টাইলে সকলকে চমকে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী

এবার নতুন হেয়ার স্টাইলে সকলকে চমকে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। তার এই নতুন হেয়ার স্টাইল দেখার পর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। আসলে তারকাদের বিভিন্ন সময় বিভিন্ন লুক ট্রাই করতে দেখা যায়। যার মধ্যে কিছু কিছু দেখে যেমন অনুরাগীরা প্রশংসা করেন, আবার কিছু কিছু লুক দেখে সমালোচনা করতেও ছাড়েননা।
তবে শ্রাবন্তীর এই নতুন লুক বেজায় পছন্দ হয়েছে অনুরাগীদের। যা বোঝা গিয়েছে ছবির কমেন্টবক্স দেখেই। আসলে সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় থাকেন এই অভিনেত্রী। নিত্যদিন সেখানে নিজের জীবনের নানান মুহূর্তগুলিকে তিনি তুলে ধরেন। তিনি কী করছেন, কোথায় যাচ্ছেন সব বিষয়গুলিকেই ভাগ করে নেন সকলের সাথে।
এরই মাঝে কোনো নতুন সাজ ট্রাই করলেও সেগুলি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেরকমই এবার এই নতুন লুকের ছবি ভাগ করেছেন ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে। উল্লেখযোগ্য, তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। খুব শীঘ্রই তাকে দেখা যাবে জিতু কমলের বিপরীতে ‘বাবুসোনা’ নামক সিনেমায়। সিনেমার বেশিরভাগ শ্যুটিং হবে লন্ডনে।
অন্যদিকে কেরিয়ারে তিনি সফল হলেও ব্যক্তিগত জীবনে নন। কারণ, তিন তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেগুলি দীর্ঘস্থায়ী হয়নি। এরই মাঝে আবার শোনা যায় এক ব্যবসায়ীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। তবে তিনি জানিয়েছেন আপাতত তিনি সিঙ্গেলই রয়েছে।