বিনোদন

অনেক হল ঝগড়া-ঝামেলা, ডিভোর্স, শেষমেশ তৃতীয় স্বামী রোশনের কাছেই ফিরছেন শ্রাবন্তী!

টলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলতেই থাকে। কখনও যদি অন্দরমহলের কোনো খবর প্রকাশ্যে বেরিয়ে যায় তা নিয়ে শুরু হয় হইচই। তেমনই যে অভিনেত্রীর জীবন নিয়ে সবথেকে বেশি চর্চা হয়। তিনি হলেন টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee)। তার একের পর এক প্রেম ও বিয়ে এবং সবশেষে সেই বিয়ের ভাঙন যেনো সাধারণ ঘটনা হয়ে গিয়েছে তার জীবনে। তার তৃতীয় বিয়ে ভাঙনের পথেই ছিল।

কিন্তু এবার যেনো সেই ভাঙনে কিছুটা তাল কাটল। তৃতীয় স্বামী রোশন সিং-কে নিজের জীবন থেকে সরাতে চেয়েও যেনো সরাতে পারছেন না অভিনেত্রী। এখনও পর্যন্ত তাদের আইনি বিচ্ছেদ হয়নি। আদালতে তাদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। সেই মামলার নিষ্পত্তি হয়নি এখনও। এরই মাঝে শোনা যাচ্ছে ফের রোশনের সঙ্গে সংসারে ফিরতে হতে পারে অভিনেত্রীর।

রোশন সিং শ্রাবন্তীর বিরুদ্ধে শিয়ালদহ আদালতে ‘রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস’এ মামলা দায়ের করেছেন। যদি স্বামী কিংবা স্ত্রী কোনো সঙ্গত কারণ ছাড়া সংসার ছেড়ে চলে যান তবে অপরজন এই মামলা করতে পারেন। রোশনের অভিযোগ শ্রাবন্তী কোনো কারণ ছাড়াই সংসার ছেড়ে চলে গিয়েছেন। এই মামলায় রোশন সিং জয়ী হলে শ্রাবন্তীকে ফের ফিরতে হবে তার প্রাক্তন স্বামীর কাছে। রোশন জানান তাদের পরিবারে বিয়ে ভাঙার প্রথা নেই।

তিনি শ্রাবন্তীকে পেতে চান। এদিকে শ্রাবন্তী রোশনের বিরুদ্ধে গিয়ে বিচ্ছেদের মামলা করেন এবং খোরপোশ দাবি করেন। ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ ধারায় মামলা দায়ের করেছিলেন শ্রাবন্তী। খোরপোশের মামলায় অন্তর্বতীকালীন স্থগিতাদেশ জারি করেছে আদালত। এদিকে শ্রাবন্তীর বিরুদ্ধে চলছে আরেকটি মামলা। ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারায় পারজারি অর্থাৎ হলফনামা দিয়ে আদালতে মিথ্যে সাক্ষী দেওয়ার কারণে রোশন শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা করেন। সেই মামলা জারি রয়েছে।