অতি গোপনে চার নম্বর বিয়েটা করেই ফেললেন শ্রাবন্তী! টুকটুকে লাল নববধূর সাজে অভিনেত্রী

Advertisement

পরনে লাল বেনারসী, গায়ে সোনার গয়না, হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর তাহলে কি আরো একবার মনের মানুষ খুঁজে পেলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী? তার সাথেই কি আরো একবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন? তাকে এই রূপে দেখার পর এমনই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে দর্শকদের মনে। টলিউডের এই অভিনেত্রী সকলেরই পরিচিত।

Advertisements

বিগত বহু বছর ধরে দর্শকদের একাধিক সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়ে চলেছেন। এখনো পর্যন্ত চুটিয়ে কাজ করছেন তিনি। তবে এর পাশাপাশি নাম জড়িয়েছে একাধিক সমালোচনায়। বিভিন্ন সময় বিভিন্ন কারণে সমালোচনায় নাম উঠে এসেছে শ্রাবন্তীর। একাধিকবার বিবাহবন্ধন থেকে শুরু করে বিচ্ছেদ, এমনকি নতুন করে প্রেমে পড়া সব বিষয়ই হয়ে ওঠে আলোচনার হটটপিক।

Advertisements

এসবের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে বিছানার উপর বসে রয়েছেন তিনি। পরনে লাল বেনারসী, মাথায় চওড়া করে সিঁদুর, হাতে শাঁখা-পলা, গায়ে সোনার গয়না একেবারে নববধূ রূপে ধরা দিয়েছেন তিনি। কখনো হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়েছেন। আবার কখনো পদ্মের কুঁড়ি নিয়ে নাড়াচাড়া করছেন। তাকে দেখার পর সকলে মনে করছেন হয়তো আবারো বিয়ে করেছেন তিনি।

কিন্তু না আসলে ফটোশ্যুটের উদ্দেশ্যেই তাকে এরকম সাজে দেখা গিয়েছে। তবে এই রূপে দেখার পর প্রশংসার পরিবর্তে জুটেছে কটাক্ষ। কেউ যেমন লিখেছেন, ‘যারা কাজ পায় না তারা এসবই করে বেড়ায়।’ আবার কারোর মতে, ‘মানুষকে বিভ্রান্ত করার কি কোনো দরকার আছে?’ সবমিলিয়ে আরো একবার সমালোচনায় উঠে এসেছেন তিনি।

Related Articles