Srabanti: এবার নারী পাচার চক্রে নাম জড়াল অভিনেত্রী শ্রাবন্তীর!

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) বর্তমানে প্রেম ঘরানার ছবি থেকে বেরিয়ে নিজেকে নতুনভাবে দর্শকদের সামনে হাজির করছেন। সম্প্রতি ‘কাবেরী অন্তর্ধান’-এ তার অভিনয় প্রশংসনীয় হয়েছে। দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। এবার তার হাতে রয়েছে অন্য ধরনের দু’টি ছবির কাজ। একটি হল ‘দেবী চৌধুরানী’ এবং অপরটি হল ‘সাদা রং-এর পৃথিবী’।
এই দু’টি ছবি তার হাতে রয়েছে। দু’টি ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে।’সাদা রং-এর পৃথিবী’-তে শ্রাবন্তীকে দেখা যাবে দু’টি চরিত্রে। একটি হবে ইতিবাচক মুখ্য চরিত্রে এবং অপরটি খলনায়িকা রূপে। ছবির গল্প আবর্তিত হবে বর্তমান দিনে বিধবাদের অবস্থান নিয়ে। মুক্তি মন্ডপ নামে একটি বিধবা আশ্রমকে ঘিরে চলবে গল্প।
পরিচালক বলেন, বহু এনজিও বিধবাদের নামে টাকা তুললেও সেই টাকা বিধবাদের উন্নতির কাজে আসে না। ছবিতে শ্রাবন্তীর স্বামীর চরিত্রে অভিনয় করবেন অরিন্দম। তিনি একজন সংসার ত্যাগী কিন্তু নারীদের প্রতি তার রয়েছে লোলুপ দৃষ্টি। ছবিতে ভবানী ও শিবানী চরিত্র দু’টিতে অভিনয় করবেন শ্রাবন্তী। ভবানী সরাসরি জড়িত নারী পাচার চক্রের সঙ্গে।
অপরদিকে শিবানী গোটা চক্রের পর্দা ফাঁস করার কাজ করেন। অর্থাৎ এবার নতুনভাবে শ্রাবন্তী দর্শকদের সামনে হাজির হতে চলেছেন। অভিনেত্রীর কথায়, তিনি সবসময় নিজেকে অভিনেত্রী হিসেবে ভেবেছেন। কিন্তু দর্শকেরা তাকে নায়িকা উপাধি দিয়েছে। তাই চেনা খোলস থেকে বেরিয়ে নতুনভাবে নিজেকে দর্শকদের সামনে হাজির করতে তৎপর অভিনেত্রী।