চরম বিপদের মুখে শ্রাবন্তী, ভরা মঞ্চে একি ঘটলো অভিনেত্রীর সঙ্গে?

মাচা শোয়ের অনুষ্ঠান করতে গিয়ে চরম বিপদে পড়লেন শ্রাবন্তী, ভাইরাল ভিডিও। বাংলা ইন্ডাস্ট্রি জগতের প্রথম সারির অন্যতম অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। যার বয়স বাড়লেও উজ্জ্বলতা কমার বদলে দিন দিন বেড়েই চলেছে। বলা যায় বর্তমানে শারীরিক ফিটনেস নিয়ে খুবই সচেতন এই অভিনেত্রী। তবে চলতি বছরে এক ঘোর বিপদের সম্মুখীন হয়েছিলেন বঙ্গতনয়া। প্রসঙ্গত, অভিনয় জগতের সুপারস্টারদের গ্রাম বা শহরের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হতে দেখা যায়।
সেখানে গিয়ে তাদের নাচ, গান বা অভিনয় করে দর্শকদের মন জয় করতে হয়। এই ধরনের অনুষ্ঠানগুলিকে মাচা শো বলে অভিহিত করা হয়। চলতি বছরে সেরকমই এক অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রাবন্তী (Srabanti)। আর সেখানে গিয়েই পড়েছিলেন বিপদে। জানা গিয়েছে, চলতি বছরে দোল উৎসব উপলক্ষে হোগলবেরিয়া তরুণ সংঘে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রসঙ্গত, ওখানকার এই দোল উৎসবের নাম হলো ‘রামতারক মেলা’ (Ramtarak Mela)। আর সেখানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন শ্রাবন্তী।
ওই মেলার নবম দিনে শ্রাবন্তী এবং ডিজে অলক হাজির হয়েছিলেন ওই অনুষ্ঠানে। প্রথমে দর্শকদের attention টানার জন্য শ্রাবন্তী এবং ডিজে অলক ‘দ্য ডার্টি পিকচার’ (The Dirty Picture) ছবির ‘উ লা লা’ (U La La) গান শুরু করেন। বেসুরো গলায় এই গান গাইতে গাইতে অভিনেত্রী বাউন্সারদের মাঝে থেকে ওই মঞ্চের আশেপাশে যেসব দর্শক ছিল তাদের সাথে হাত মেলাচ্ছিলেন। আর তখনই হঠাৎ করে গান শেষ হওয়ার শেষের দিকে বিনা বাধায় মঞ্চে উঠে পড়েন এক দর্শক।
আর উঠে তিনি এলোপাথাড়ি সেখানে নাচতে শুরু করেন। ওই ব্যক্তিকে দেখে শ্রাবন্তী বাউন্সারদের আড়ালে চলে যান। তবে কিছুক্ষণ নেচেই ওই ব্যক্তি আবার মঞ্চ থেকে নেমে পড়ে। তবে জানা গিয়েছিল ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।এদিন অভিনেত্রীর পরনে দেখা গিয়েছে কালো রঙের শিফন শার্ট সাথে নীল রঙের ডেনিম ট্রাউজার। সাথে মেকআপ এবং চুল রয়েছে খোলা। তদে অনুষ্ঠানে অভিনেত্রী যতক্ষণ গান গেয়েছেন সেই ভিডিও নেট ষদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে। তবে ওই ভিডিও দেখে বঙ্গতনয়া শ্রাবন্তীর জন্য ওই ব্যক্তি ঠিকঠাক ছিল বলে মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ।