বিনোদন

ফিটনেস ট্রেনার অতীত! এবার টলিউডের এই পরিচালকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী

পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন নিয়েই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee)। আর হবে নাই বা কেনো! একের পর এক প্রেম তারপর বিয়ে, শেষে বিবাহবিচ্ছেদ যেনো চলছেই অভিনেত্রীর জীবনে। অভিনেত্রী এখনও মনের মতন পুরুষ পাননি। আর এই কারণে চক্রবুহ্য থেকে নিজেকে বের করতে পারছেন না তিনি।

এদিকে তার প্রাক্তন স্বামী রোশন সিং-এর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা এখনও চলছে আদালতে। তাই নতুন করে বিয়ে করতেও শোনা যায়নি শ্রাবন্তীকে। তবে নতুন করে অভিনেত্রীর আরেকটি খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে, অভিনেত্রীর জীবনে আবার নতুন করে বসন্ত এসেছে। প্রাক্তন স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চললেও বসন্তের ছোঁয়া থেমে থাকেনি অভিনেত্রীর জীবনে। এর আগে অভিনেত্রী একই আবাসনে থাকার সময় অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়ান।

কিন্তু কিছুদিন পর সেই সম্পর্কে ছেদ পড়ে। এরপর তার জিম ট্রেনারের সঙ্গে সম্পর্ক নিয়েও জলঘোলা হয়। তবে এইসব সম্পর্ক এখন অতীত। কারণ বর্তমানে গুঞ্জন শুরু হয়েছে অভিনেত্রী এক জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের সঙ্গে ডেট করছেন। এমনকি তাদের সম্প্রতি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও দেখা গিয়েছে। এর বেশিকিছু জানা যায়নি। অভিনেত্রী এই বিষয়ে কিছুই জানাননি।

তবে শ্রাবন্তীর বেড়েছে আরও একটি সমস্যা। মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪০ ধারায় ‘পারজারি’ মামলা করেন রোশন সিং। এবার সেই মামলা জারি রাখল আদালত। শ্রাবন্তী রোশন সিং-এর তরফে বিবাহবিচ্ছেদ ছাড়াও একটি বড় অঙ্কের খোরপোশ দাবি করেছেন। রোশন সিং-এর আইনজীবী শ্যামল মন্ডল জানান, শ্রাবন্তী রোশন সিং-এর কাছ থেকে প্রতি মাসে খোরপোশ বাবদ ৭ লক্ষ টাকা দাবি করেন। তবে পারজারির মামলা জারি রাখা হয়েছে আদালতের তরফে।