নতুন প্রেমিকের সঙ্গে বিশেষ ডেটে গেলেন অভিনেত্রী শ্রাবন্তী! ফাঁস হল ছবি

Advertisement

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) জনপ্রিয়তা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে বর্তমানে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। রাজ্য ছাড়িয়ে দেশ জুড়েও তিনি বেশ জনপ্রিয়। কিন্তু বাংলার মানুষ শ্রাবন্তীর অভিনয় নিয়ে নয়, বরং তার বাস্তব জীবনের গল্প শুনতেই বেশি পছন্দ করেন। একের পর এক প্রেমের সম্পর্ক, বিয়ে এবং শেষ পরিণতি অর্থাৎ বিবাহ বিচ্ছেদ লেগেই রয়েছে অভিনেত্রীর জীবনে। এখনও তৃতীয় বিয়ের আইনি বিচ্ছেদ হয়নি।

Advertisements

আদালতে সেই বিষয়ে চলছে মামলা। এরই মাঝে নেট দুনিয়ার মানুষের দাবি ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। নতুন প্রেমিকের সঙ্গে নানান জায়গায় সময় কাটাতে দেখা যাচ্ছে। তবে কিছুই গোপন করে নয়। বরং প্রকাশ্যে তারা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। আর সেই ছবি কখনও দেখা যাচ্ছে অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে আবার সেই প্রেমিক নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করছেন।

Advertisements

তবে সেই প্রেমিক মানুষটি কে? শোনা যাচ্ছে বর্তমানে অভিনেত্রী সম্পর্কে জড়িয়েছেন পরিচালক শুভজিত মিত্রর সঙ্গে। পরিচালকের আগামী ছবি ‘দেবী চৌধুরানী’-তে প্রধান চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই কারণে তাদের মধ্যে সম্পর্ক বেশ জমে উঠেছে। কানাঘুষো নয়, একেবারে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে চলেছেন তারা। সেই ছবি ভাইরাল হতেও সময় নেয়নি। আর এরপরই চারিদিকে গুঞ্জন শুরু হয়েছে অভিনেত্রী ফের প্রেমে পড়েছেন।

তবে এই বিষয়ে অভিনেত্রীর তরফে কোনোরকম সাড়াশব্দ পাওয়া যায়নি। সম্প্রতি ভাইরাল ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে একটি সিল্ক শাড়ি ও কালো ফুলহাতা ব্লাউজে। সঙ্গে মানানসই মেকাপ ও খোলা চুলে হাসছেন তিনি। অপরদিকে শুভজিত মিত্রের পরনে রয়েছে নীল ব্লেজার। ছবিটি পোস্ট করে পরিচালক ক্যাপশনে লিখেছেন, “আসন্ন ছবি দেবী চৌধুরানীর কাজের ফাঁকে একটু চা-কফি বিরতি। এটিই প্রথম বাংলা ছবি তার ব্যাপ্তি হবে ভারতব্যাপী”।

Related Articles