জনপ্রিয় এই টেলি অভিনেতার সঙ্গে বিয়ের সাজে ঘনিষ্ঠ শ্রাবন্তী! চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী?
তিন তিনবার বিবাহ বিচ্ছেদের পর এবার চতুর্থবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন আরো একবার কার প্রেমে পড়লেন তিনি? তবে সম্প্রতি কনের সাজেই দেখা গিয়েছে তাকে। আর তার পাশে বসে রয়েছেন বরের সাজে এক পুরুষ। আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই বলা যাক।
টলিউডের এই অভিনেত্রীকে নিয়ে সমালোচনার শেষ নেই দর্শকমহলে। কারণ, ব্যক্তিগত জীবনে তিনি এমন সব কান্ড ঘটিয়েছেন যার ফলে নিত্যদিন চর্চায় উঠে আসতে হয়ে তাকে। এই যেমন পরপর তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েও বিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি। কোনো স্বামীর সাথেই সুখে সংসার করতে পারেননি তিনি। যে কারণে একাধিক কটাক্ষের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী।
আর এবার বিয়ের সাজেই দেখা গিয়েছে তাকে। যেখানে লাল বেনারসী, মানানসই গয়না, মাথায় মুকুট পরে একেবারে নববধূর সাজে ধরা দিয়েছেন তিনি। আর তার পাশে রয়েছেন পাঞ্জাবি পরিহিত বর। যিনি আর কেউ নন সকলের পরিচিত মুখ রবি শাহ। বিছানায় বসে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন তারা। তবে অবাক হওয়ার কোনো কারণ নেই আসলে এটি ফটোশ্যুট।
ফটোশ্যুটের কারণেই তাদের এই সাজে দেখা গিয়েছে। যদিও এই ছবি দেখার পর তাদের কটাক্ষে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ কেউ বলেছেন, ‘আর কতবার বিয়ে করবে? এবার তো থামো।’ আবার কারো মতে, ‘কনের সাজা ছাড়া আর কোনো কাজ নেই। মানসিক অবসাদের বহিঃপ্রকাশ।’ সবমিলিয়ে এই ছবির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তারা।