বাংলা সিনেমা অতীত, এবার ব্রিটিশ তারকার হাত ধরে হলিউডে পা রাখছেন এই টলি অভিনেত্রী!
ব্যক্তিগত জীবন তার উথাল পাতাল। টলিউডের নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় চর্চায় থাকেন তিনি। অভিনেত্রী হয়েও তার অভিনয় নিয়ে যতটা না সরগরম থাকে মিডিয়া তার থেকেও বেশি সরগরম থাকে তার জীবনের প্রেম বিচ্ছেদের গল্প নিয়ে। ফলত তাকে নিয়ে অবিরাম চলতে থাকে সমালোচনা। তবে তাতে কি! পেশাদারী জীবনে তিনি যে আগের মতোই সফল এবার আরও একবার তা প্রমাণ করে দিতে দেখা গেল জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
টলিউডের তার ব্যক্তিগত জীবন নিয়ে চলতে থাকে কাটাছেড়া। যে সম্মান তিনি বাংলার কাছে পাননি তা পেয়েছেন তেলেঙ্গানার কাছে। গতবছর তেলেঙ্গানায় আয়োজিত ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পেয়েছেন সেরা অভিনেত্রীর তকমা। আর নয়া বছর ফের তার মুকুটে জুড়লো নয়া পালক। সম্প্রতি হলিউড অভিনেতার সাথে ছবি শেয়ার করলেন অভিনেত্রী এমনকি জানিয়ে দিলেন হলিউড অভিনেতার সাথে স্ক্রিন ভাগ করতে চলেছেন তিনি।
আর তারপর থেকে খবর এবার হয়তো হলিউডের পা রাখছেন বাংলার অভিনেত্রী শ্রাবন্তী। আসলে কিছুদিন আগেই তিনি এক ব্রিটিশ তারকা টম কুলস্টনের সাথে একটি ছবি শেয়ার করেছিলেন। সেখান থেকে জল্পনা শুরু হয়েছে যে তিনি হয়তো এবার হলিউডে পা রাখবেন। আর ইতিমধ্যে খবর জল্পনা নয়, সত্যি সত্যি এই ব্রিটিশ তারকার সাথে শুটিং করেছেন তিনি। এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন টলিউডের পাশাপাশি হলিউডের কাজ করার সুযোগ পেলে অবশ্যই ছাড়তে চান না।
অভিনেত্রীর কথায় এমন মনের মতো কাজের সুযোগ পেলে অবশ্যই হলিউড ছবিতে কাজ করব। কিন্তু সেই সময়টা এখনো আসেনি। হ্যাঁ হলিউড তারকার সাথে শুটিং করছেন ঠিকই তবে সেটা হলিউড ছবির দৌলতে নয়। সায়ন্তন ঘোষালের পরিচালনায় “রবীন্দ্রনাথ কাব্য রহস্য” নামে একটি ছবির শ্যুটিং হয়েছে। সেখানে একত্রে কাজ করেছেন শ্রাবন্তী ও টম। এমনকি জানা গেছে ছবিটি একটি সিরিয়াল কিলিংয়ের গল্পের ওপর তৈরি।