গুণধর ছেলের কীর্তিতে নাজেহাল শ্রাবন্তী, মাঝরাতে থানায় ছুটলেন অভিনেত্রী
এবার ছেলের কারণে মাঝরাতে থানায় যেতে হলো জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে! এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। কোনো না কোনো কারণে শিরোনামে উঠে আসেন তিনি। কেরিয়ারের থেকে বেশি ব্যক্তিগত কারণেই চর্চায় থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে। এমনকি তাকে টলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ বলেও আখ্যা দেওয়া হয়েছে।
সম্প্রতি এবার ছেলে অভিমন্যু চ্যাটার্জির কারণে মাঝরাতে থানায় ছুটতে হয়েছিল অভিনেত্রীকে। আসলে জানা গিয়েছে সোমবার রাতে শ্রাবন্তীর ছেলে তাদেরই আবাসনের একজন বাসিন্দার সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতোটাই বাড়াবাড়ি হয়ে যায় যে ওই আবাসনের বাসিন্দা শ্রাবন্তীর ছেলের উপর চড়াও হন। যা শোনামাত্র সেখানে ছুটে আসেন শ্রাবন্তী।
তিনিও কোমর বেঁধে ঝগড়া করতে নেমে পড়েন। তবে তিনি একা ছিলেন না, তার সাথে ছিলেন তার চর্চিত প্রেমিক তথস বর্তমান জিম ট্রেনার। দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ছেলের গায়ে হাত তোলার অভিযোগ নিয়ে মাঝরাতে থানায় হাজির হন অভিনেত্রী। আনন্দপুর থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন তারা। তবে জানা গিয়েছে শেষ পর্যন্ত পুলিশের কাছে কোন এফআইআর দায়ের করা হয়নি।
দু’পক্ষের মধ্যে সমঝোতা করে সবকিছু মিটমাট করে নেওয়া হয়েছে। ফলে বিষয়টা সেই পর্যন্ত থেমে যায়। যদিও এই প্রথম না এর আগেও একাধিকবার ছেলের কারণে সমস্যায় জড়িয়েছেন শ্রাবন্তী। উল্লেখযোগ্য নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানান সময় লাইমলাইটে উঠে আসেন এই অভিনেত্রী। বর্তমানে শোনা যাচ্ছে নতুন জিম ট্রেনারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি।