×

Srabanti Chatterjee: ‘বুড়ো বয়সে ধেরো কীর্তি’, হট প্যান্টে বোল্ড ছবি শেয়ার করতেই চরম কটাক্ষের শিকার অভিনেত্রী শ্রাবন্তী

অভিনয় নিয়ে হোক বা না হোক নিজের ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চর্চায় থাকেন টলিউডের মিষ্টি অভিনেত্রী শ্রাবন্তী। তৃতীয়বারের মতো বিয়ে ভাঙার পর থেকেই পান থেকে চুন খসলেই তাকে নিয়ে সরগরম হয়ে ওঠে মিডিয়া। শুরু হয় দেদার কটাক্ষ ও চর্চা। এবারও তার অন্যথা হলো না। সাধারণত প্রেম বা বিবাহ বিচ্ছেদ বিষয়গুলি নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি তবে এবার পোশাকের কারনে তাকে বিধলেন সবাই।

কিছুদিন আগেই মালদ্বীপ থেকে নিজের উষ্ণ অবতারের ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। তার স্টাইল স্টেটমেন্ট দেখে বোঝাই যায় না তিনি 19 বছরের পুত্রের একজন মা। সম্প্রতি হটপ্যান্টে নিজেকে সাজিয়ে তুলেছেন টলিউড কন‍্যে আর সেই ছবি নিয়েই তিনি এখন চর্চায়।

নিন্দুকরা যাই বলুক তার ফ‍্যাশন সেন্স গ্ল‍্যামার বলে দিচ্ছে সময়ের সাথে শ্রাবন্তীর বয়স বাড়ছে না বরং কমেই চলেছে। রাজনৈতিক দিক থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবেই উঠেছে ঝড় কিন্তু সেই ঝড়ের প্রভাব নিজের চেহারাতে পড়তে দেননি তিনি। তবে একাংশ তার সৌন্দর্যের প্রশংসা করলে বা কি? সোশ্যাল মিডিয়ায় তো রয়েছে কিছু নীতিপুলিশ যারা এই ছবি দেখেই রে রে করে তেড়ে এসেছেন।

কিছুদিন আগেই মালেয়শিয়া ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী সেখানেরই কিছু ছবি শেয়ার করেছেন তিনি যেখানে তাকে নীল সমুদ্রের মাঝে খোলা আকাশের নিচে ক্যামেরা বন্দী হতে দেখা দিয়েছে। ছবিতে তার পরনে ছিল ব্লু ডেনিম হটপ‍্যান্ট ও ওভারসাইজড শার্ট। আর সেই পোশাক দেখেই ভ্রু কুচকেছেন অনেকে।

কেউ কটাক্ষ করে বলেছেন “বুড়ো বয়সে উরুগুলি একটু ঢাকা যায় না!” কেউ আবার অভিনেত্রীর ভাঙ্গা বিয়ে নিয়ে ঠেস দিয়েছেন কেউ আবার তার ছেলের কথা মনে করিয়ে দিয়েছে। তবে ইদানিং সোশ্যাল মিডিয়ায় হওয়া সমালোচনায় বিশেষ কান দেন না শ্রাবন্তী। বরং নিজের মর্জিতে বাঁচেন এই চার্মিং লেডি।