পরিচালক এখন অতীত, বর্তমানে শ্রাবন্তীর ‘বাবুসোনা’ বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় নায়ক! ফাঁস হল পরিচয়

Advertisement

পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরি চর্চায় থাকেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। একের পর এক প্রেম, বিয়ে ও বিবাহবিচ্ছেদে তাকে নিয়ে হাসির খোরাকের চল শুরু হয়েছে। একাদশ সম্পর্কের জেরে বর্তমানে শ্রাবন্তীকে নিয়ে কম কটাক্ষ হয় না। কিন্তু তাতে অভিনেত্রী পরোয়া করেন না। নিজের মতন থাকতে ভালোবাসেন। সম্প্রতি জানা গিয়েছে, তার নতুন প্রেমিককে নিয়ে।

Advertisements

একেবারে নামধাম সহ প্রকাশ্যে এসেছে সবটা। জানা গিয়েছে, নতুন নাম হল ‘বাবুসোনা’। তবে সে কে? আসলে এটি একটি ছবির নাম। ছবিতে নায়কের চরিত্রের নাম ‘বাবু’ এবং নায়িকার নাম ‘সোনা’। দু’জনে মিলে সেই সিনেমার নাম ‘বাবুসোনা’। জানা গিয়েছে, এই ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। তার বিপরীতে অভিনয় করবেন শ্রাবন্তী।

Advertisements

এই প্রথমবার শ্রাবন্তীর বিপরীতে দেখা যাবে জিতুকে। এর আগে জিতুকে দেখা গিয়েছে ‘অপরাজিত’ ছবিতে। এই ছবিতে প্রতিভাবান পরিচালক সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন জিতু। কুড়িয়েছিলেন প্রচুর প্রশংসা। এবার অ্যাকশন কমেডি ছবিতে প্রথমবার অভিনয় করতে চলেছেন জিতু। ছবিটি তৈরি হচ্ছে অশোক ধানুকা, হিমাংশু ধানুকা প্রযোজনায় ‘এসকে মুভিজ’-এর ব্যানারে।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করা বাবু একজন কিডন্যাপার। অপরদিকে সোনা একজন চোর। একদিন হঠাৎ তাদের বিরুদ্ধে একটি বাচ্চা কিডন্যাপের অভিযোগ ওঠে। সেই পরিস্থিতি থেকে তারা কীভাবে বেরিয়ে আসবে সেটিই ছবির বিষয়। ছবিতে জিতু ছাড়াও একাধিক টলিউড তারকাদের অভিনয় করতে দেখা যাবে।

Related Articles