সুখবর দিলেন বলিউড কুইন ক্যাটরিনা

Advertisement

বলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী হলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ২০২১ সালে বলিউড অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। এরপর কেটে গিয়েছে প্রায় দেড় বছর। ভিকি ও ক্যাটরিনা দু’জনেই বলিউডের প্রথম সারির তারকা। তাই তারা ফের অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে তাদের বিয়ের এক মাসের মধ্যে চারিদিকে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। আর তা হল ক্যাটরিনা অন্তঃসত্ত্বা।

Advertisements

Advertisements

যদিও এই বিষয়টি এখন বলিউডে বেশ সাধারণ। এর আগে আলিয়া ভাট বিয়ের কয়েক মাস পর সন্তানের জন্ম দেন। তাই সকলেই অনুমান করেছিলেন ক্যাটরিনার বিষয়টিও সত্যি। যদিও অভিনেত্রী এই বিষয়ে কোনো নিশ্চিত মতামত জানাননি। তবে শোনা যাচ্ছে, তিনি ইতিমধ্যে সেটি সম্বন্ধে মতামত নিশ্চিত করে ফেলেছেন। এর আগে ক্যাটরিনা তার স্বামীর সঙ্গে মন্দিরে গেলে কিংবা কোনো অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাকে গেলে চারিদিকে গুঞ্জন শুরু হয়ে যায়।

তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে চারিদিকে এতটাই ছড়িয়ে পড়ে যার ফলে ক্যাটরিনার ম্যানেজারকে বিবৃতি দিয়ে বিষয়টি মিটমাট করা হয়। অবশেষে ক্যাটরিনা জানিয়েছেন, তার হাতে যে কাজগুলি বাকি রয়েছে সেগুলি মিটিয়ে তিনি লম্বা ছুটি নেবেন। তখনই মাতৃত্বের পরিকল্পনা করবেন। বর্তমানে অভিনেত্রী বেশ কিছু কাজের জন্য ব্যস্ত রয়েছেন। বর্তমানে ‘মেরি ক্রিসমাস’ ছবির শ্যুটিং চলছে।

 

এই ছবিতে দেখা যাবে বিজয় সেতুপতিকেও। বর্তমানে ফারহান আখতারের সঙ্গে তার ‘জি লে জারা’ ছবির শ্যুটিং চলছে। জানা গিয়েছে, এই ছবির শ্যুটিং শেষ হলে তবেই অভিনেত্রী মা হওয়ার সিদ্ধান্ত নেবেন৷ এছাড়া তিনি সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ ছবিতেও অভিনয় করেছেন। এটি শীঘ্রই মুক্তি পাবে।

Related Articles