‘টাকা মাটি মাটি টাকা’ অতীত! এখন পর্দার রামকৃষ্ণ ছুটছেন দত্তবাড়ির সম্পত্তির পেছনে

Advertisement

টেলিভিশন দুনিয়ায় জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘করুনাময়ী রাণী রাসমণি’। এই ধারাবাহিকে প্রতিটি চরিত্রের অভিনয় ছিল অভূতপূর্ব। রাণী রাসমণি, কামারপুকুরের গদাধর, মা সারদা, দক্ষিণেশ্বরের মন্দিরের ছোটো ঠাকুর এবং পরে গদাধরের পরে রামকৃষ্ণ পরমহংস দেব হয়ে ওঠার গোটা কাহিনিটি গল্পের আকারে এই ধারাবাহিকের মাধ্যমে পর্দায় ফুটিয়ে তোলা হয়। আর তাই বাংলার মানুষের পছন্দের ধারাবাহিক হয়ে ওঠে এটি।

Advertisements

এই ধারাবাহিকে গদাই ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা সৌরভ সাহা (Sourav Saha)। এই চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি৷ তার সুন্দর অভিনয় সকলের মন জয় করে নিতে বাধ্য করেছিল। এই ধারাবাহিকে অভিনয় করে সৌরভ মানুষের ভালোবাসা পেয়েছিলেন। তাই এখনও পর্যন্ত অভিনয় জগতে তার সবথেকে জনপ্রিয় অভিনীত চরিত্র গদাই।

Advertisements

তবে এই ধারাবাহিক শেষ হয়েছে অনেকদিন। ধারাবাহিকের কলাকুশলীরা নানান কাজে নিজেদের মন বসিয়েছেন। তবে সৌরভকে এতদিন দেখা যায়নি টেলিভিশনের পর্দায়। দীর্ঘদিন বাদে তাকে দেখা গেলো একটি ধারাবাহিকে। ঐতিহাসিক চরিত্র থেকে একেবারে ফ্যামিলি ড্রামায় পা রাখলেন সৌরভ। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখা গেলো তাকে। সম্প্রতি এই ধারাবাহিকের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। আর তা ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই।

Sourav Saha

সেই ভিডিওতে দেখানো হয়েছে দত্ত বাড়িতে গুপ্তধন রয়েছে। ৬৫ বছর আগে পাবনার জমিদার ঠাম্মির শ্বশুরমশাইয়ের কাছে তার বাড়ির কুলদেবতাকে গচ্ছিত রাখতে দিয়েছিলেন এটি। আগামী ৬৫ বছরে যদি সেই সম্পত্তি কেউ দাবি করতে না আসে তবে সেটি দত্তদের হয়ে যাবে, এমনটাই চুক্তিপত্রে লেখা ছিল। ৬৫ বছর শেষ হওয়ার অন্তিম দিনে হাজির হন সৌরভ৷ শেষমেশ পর্ণা ধাঁধার রহস্য ভেদ করে মূর্তি ছিনিয়ে নেবেন। এদিকে এই ভিডিওতে বহুদিন পর সৌরভকে দেখে বেশ উৎফুল্ল দর্শকেরা। তাদের মতে, শ্রীরামকৃষ্ণদেব টাকা ছুঁতে পারতেন না, আর নতুন চরিত্রে সৌরভ টাকা নিয়ে টানাটানি করছেন।

Related Articles