সৌরভের মুকুটে নয়া পালক, গুরুদায়িত্ব পেলেন মহারাজ!

মহারাজ সৌরভের কাঁধে এবার নতুন দায়িত্ব; খুশি সমগ্র ভারতবাসী। চলতি বছর প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় খুব একটা ভালো যাচ্ছে না। একের পর এক পদ থেকে সরে যাচ্ছেন তিনি। সম্প্রতি তিনি হারিয়েছেন বিসিসিআইয়ের পদ (Board of Control for Cricket in India)। পরে তার CAB-র সভাপতি হবার একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেখানেও সৌরভ গঙ্গোপাধ্যায় কোন প্রতিযোগিতার মধ্যে জড়াননি। এছাড়াও তিনি আইপিএল এর দিল্লি ক্যাপিটলস টিমের মেন্টর পদে রয়েছেন। কিন্তু শোনা যাচ্ছে যে, টিমটির হতাশাজনক পারফরমেন্সের জন্য তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে।
কিন্তু এই সবই কিন্তু হলো গুজব। দিল্লি টিমের মালিক পক্ষ থেকে এমন কোন ঘোষণা এখনও করা হয়নি। সৌরভকে নিয়ে এমন অনেক রটনা বহুবার শোনা গেছে, কিন্তু সব সময় তা ঠিক হয় না। কিন্তু এসব খারাপ খবরের মধ্যেও রয়েছে একটি ভালো খবর। শীঘ্রই বড় দায়িত্ব পেতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের এই দায়িত্বে খুশির সমগ্র ভারতবাসী। সূত্রের মাধ্যমে জানা গেছে যে, পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছুদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় নিরাপত্তার বাড়ানোর ক্ষেত্রে উদ্যোগ প্রকাশ করেছেন।
জানলে খুশি হবেন যে, প্রাক্তন অধিনায়ককে বর্তমানে Y ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু তার থেকে এক ধাপ এগিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হচ্ছে Z ক্যাটাগরির নিরাপত্তা। এখন থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ও তার কণ বয় তে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। তবে এবার থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় পেয়েছেন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ। এটা বাংলার মহারাজের কাছে সত্যিই বড় দায়িত্ব।
বাংলার মহারাজের সাথে দেখা করতে এসেছেন খোদ ত্রিপুরার পর্যটন মন্ত্রী সসুধান্ত চৌধুরী। সূত্রের মাধ্যমে জানা গেছে যে, ত্রিপুরার পর্যটন মন্ত্রীর এই প্রস্তাবে রাজি খোদ মহারাজ। আগে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খান। বর্তমানে এই পদে আসীন হয়েছেন টলিউড অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী। বিভিন্ন ব্যক্তিত্বরা এই পদে আসীন থাকলেও কোনদিনও সৌরভ গঙ্গোপাধ্যায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে ছিলেন না। তবে বাংলার নাহলেও তিনি বাংলার প্রতিবেশী রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন শীঘ্রই। বাংলার মহারাজ শুধু নয়, গোটা বাংলার কাছে এটা একটা গর্বের বিষয়।